মো:
সোহেল রানা খান,
বিশেষ প্রতিনিধি: জেলার সাটুরিয়ায় ডাকাতির
ঘটনায়
৩
জন আহত ও ডাকাত সন্দেহে এক যুবকে আটক
করেছে পুলিশ। আহতদের
মধ্যে একজনকে
সাটুরিয়া হাসপাতালে
ভর্তি করা হয়েছে।
ডাকাতরা প্রায়
৩
লক্ষ
টাকার
মালামাল লুটে নিয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।
সোহেল রানা খান,
বিশেষ প্রতিনিধি: জেলার সাটুরিয়ায় ডাকাতির
ঘটনায়
৩
জন আহত ও ডাকাত সন্দেহে এক যুবকে আটক
করেছে পুলিশ। আহতদের
মধ্যে একজনকে
সাটুরিয়া হাসপাতালে
ভর্তি করা হয়েছে।
ডাকাতরা প্রায়
৩
লক্ষ
টাকার
মালামাল লুটে নিয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর
সার্কেলের সিনিয়র এএসপি
আওয়াল
সাটুরিয়া
থানার
পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সার্কেলের সিনিয়র এএসপি
আওয়াল
সাটুরিয়া
থানার
পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানায়, সাটুরিয়া উপজেলার
সদর
ইউনিয়নে বইলতলা গ্রামের আছর উদ্দিনের ছেলে
ও
পেশায়
পোশাক
কারাখানায় শ্রমিক
সিরাজুলের বাড়িতে
শনিবার ভোর রাতে ১০/১২
জনের একদল ডাকাত
হানা
দিয়ে, ঘরের
দরজা
ভেঙ্গে ভিতরে
প্রবেশ করে
বাড়ির লোকদের
মারধোর করে
৯০
হাজার
টাকা,
৩
ভরি স্বর্ণালংকার, ও
২
টি
মোবাইল লুটে নেয়।
সদর
ইউনিয়নে বইলতলা গ্রামের আছর উদ্দিনের ছেলে
ও
পেশায়
পোশাক
কারাখানায় শ্রমিক
সিরাজুলের বাড়িতে
শনিবার ভোর রাতে ১০/১২
জনের একদল ডাকাত
হানা
দিয়ে, ঘরের
দরজা
ভেঙ্গে ভিতরে
প্রবেশ করে
বাড়ির লোকদের
মারধোর করে
৯০
হাজার
টাকা,
৩
ভরি স্বর্ণালংকার, ও
২
টি
মোবাইল লুটে নেয়।
ডাকাতদের আঘাতে আহত হয়েছেন ৩
জন।
এ
সময়
আছর
উদ্দিন (৫০) নামের একজনকে
ডাকাতরা কুপিয়ে মারাত্নক আহত
করে। তাকে
উদ্ধার
করে সাটুরিয়া
হাসপাতালে
ভর্তি করেছে স্থানীয়রা।
জন।
এ
সময়
আছর
উদ্দিন (৫০) নামের একজনকে
ডাকাতরা কুপিয়ে মারাত্নক আহত
করে। তাকে
উদ্ধার
করে সাটুরিয়া
হাসপাতালে
ভর্তি করেছে স্থানীয়রা।
সাটুরিয়া ইউনিয়নের
চেয়ারম্যান আনোয়ার হোসেন
পিন্টু
জানায়,
ডাকাতির ঘটনায় সদর
সার্কেলের সিনিয়র এএসপি
ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ডাকাতদের কোপে আহত
ব্যক্তিকে সাটুরিয়া হাসপাতালে
ভর্তি করা হছে।
চেয়ারম্যান আনোয়ার হোসেন
পিন্টু
জানায়,
ডাকাতির ঘটনায় সদর
সার্কেলের সিনিয়র এএসপি
ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ডাকাতদের কোপে আহত
ব্যক্তিকে সাটুরিয়া হাসপাতালে
ভর্তি করা হছে।
সাটুরিয়া থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আমিনুর
রহমান
জানায়,
এ
ঘটনায়
মোবারক নামের এক যুবককে
আটক
করেছে
পুলিশ
এবং
একটি
ডাকাতি
মামলার
দায়েরের প্রস্তুতি চলছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আমিনুর
রহমান
জানায়,
এ
ঘটনায়
মোবারক নামের এক যুবককে
আটক
করেছে
পুলিশ
এবং
একটি
ডাকাতি
মামলার
দায়েরের প্রস্তুতি চলছে।
মানিকগঞ্জ২৪/ হা. ফ. / ২৯ জুলাই/ ২০১৭
ইং।
ইং।