মোহামম্মদ হাসান
ফয়জী:
বিএনপির সাবেক
মন্ত্রী, চেয়ারপার্সন বেগম
খালেদা
জিয়ার
উপদেষ্টা ও
মুন্নু
গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হারুনার রশিদ
খান
মুন্নুর ১ম জানাযা বুধবার সকাল ১০ টায়
বিএনপির প্রধান কার্যালয়ে অুনিষ্ঠত হবে।
ফয়জী:
বিএনপির সাবেক
মন্ত্রী, চেয়ারপার্সন বেগম
খালেদা
জিয়ার
উপদেষ্টা ও
মুন্নু
গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হারুনার রশিদ
খান
মুন্নুর ১ম জানাযা বুধবার সকাল ১০ টায়
বিএনপির প্রধান কার্যালয়ে অুনিষ্ঠত হবে।
জানাযার বিষয়টি নিষ্চিত করেছেন মন্নুর
কণ্যা মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার ব্যক্তিগত সহকারী রেজাউল করিম
রেজা।
মঙ্গলবার ভোর ৫ টার দিকে হারুনার রশিদ খান মুন্নু তার গিলন্ড গ্রামের মুন্নু সিটির বাসভবনে বার্ধক্য জনিত রোগে
ইন্তেকাল করেন।
রেজা
আরও
জানান,
তার
মরদেহ
বর্তমানে গিলন্ডেই আছে।
বুধবার
সকাল
৮
থেকে
৯
টা
পর্যন্ত ধানমন্ডির বাড়ী
নং
৯,
রোড
নং
২৭
এর
নিজ
বাসভবনে রাখা
হবে।
আরও
জানান,
তার
মরদেহ
বর্তমানে গিলন্ডেই আছে।
বুধবার
সকাল
৮
থেকে
৯
টা
পর্যন্ত ধানমন্ডির বাড়ী
নং
৯,
রোড
নং
২৭
এর
নিজ
বাসভবনে রাখা
হবে।
এর
পর
বুধবার
সকাল
১০
টার
দিকে
নয়া
পল্টনের বিএনপির কেন্দ্রীয় অফিসের
সামনে
১ম
জানাযা
অুষ্ঠিত হবে।
সকাল
১১
টায়
জাতীয়
সংসদ
ভবনের
দক্ষিণ
প্লাজায় ২য়
জানাযা,
দুপর
সাড়ে
১২
টায়
ধামরাইয়ের ইসলামপুরে মন্নু
সিরামিক লিঃমাঠে ৩য়
জানাযা,
দুপর
১.৩০ মিনিটে মানিকগঞ্জ দেবেন্দ্রে কলেজ
মাঠে
৪র্থ
জানাযা,
দুপর
২.৩০ মিনিটে হরিরামপুর পাটগ্রাম উচ্চ
বিদ্যালয় মাঠে
৫ম
জানাযা,
বিকাল
৪
টায়
মানিকগঞ্জের গিলন্ডের মন্নু
মেডিকেল কলেজ
মাঠে
৬ষ্ঠ
জানাযা
শেষে
বিকাল
সাড়ে
৪
টার
দিকে
মানিকগঞ্জের মন্নু
সিটির
পারিবারিক কবরস্থানে দাফন
সম্পন্ন হবে
বলে
সম্ভাব্য সময়
নির্ধারণ করা
হয়েছে।
এ দিকে বিএনপির এই
বর্ষীয়ান নেতার
মৃত্যুর খবর
মৃত্যুর খবর
ছড়িয়ে পড়লে
মানিকগঞ্জের গিলন্ডের নিজ
বাসভবনে বিএনপির নেতাকর্মীরা আসতে শুরু করেছে।
মুন্নু
১৯৯১
সালে
মানিকগঞ্জ–২
(শিবালয়–হরিরামপুর) আসনে
বিএনপির হয়ে
নির্বাচন করে
প্রথম
সংসদ
সদস্য
নির্বাচিত হন।
১৯৯৬
সালেও
তিনি
ওই
আসন
থেকে
অনায়াসে জিতেন।
২০০১
সালে
এই
আসনের
পাশাপাশি মানিকগঞ্জ–৩
(সদর–
সাটুরিয়া) আসনেও
জিতেন
মুন্নু। ২০০১ সালে
বিএনপি–জামায়াত জোট সরকারের আমলে
তাকে
মন্ত্রী করা
হলেও
সে
সময়
তাকে
কোন
দপ্তর
দেয়া
হয়নি।
মানিকগঞ্জ জেলা
বিএনপির সাবেক
সভাপতি
ছিলেন
মুন্নু। তবে
বিএনপির সর্বশেষ কমিটিতে দলের
চেয়ারপারসন বেগম
খালেদা
জিয়ার
উপদেষ্টা হিসেবে
নিয়োগ
পেয়েছিলেন তিনি।
মুন্নুর কন্যা
ও
মানিকগঞ্জ জেলা বিএনপির বর্তমান সভাপতি
আফরোজা
খান
রিতা
লন্ডনে
অবস্থান করছেন।
তিনি
বুধবার
ভোর
৫
টায়
বাংলাদেশে এসে
পৌছেবেন বলে
জানিয়েছেন তার
ব্যক্তিগত সহকারী
মোঃ
দুলাল
উদ্দিন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১ আগষ্ট/
২০১৭।
পর
বুধবার
সকাল
১০
টার
দিকে
নয়া
পল্টনের বিএনপির কেন্দ্রীয় অফিসের
সামনে
১ম
জানাযা
অুষ্ঠিত হবে।
সকাল
১১
টায়
জাতীয়
সংসদ
ভবনের
দক্ষিণ
প্লাজায় ২য়
জানাযা,
দুপর
সাড়ে
১২
টায়
ধামরাইয়ের ইসলামপুরে মন্নু
সিরামিক লিঃমাঠে ৩য়
জানাযা,
দুপর
১.৩০ মিনিটে মানিকগঞ্জ দেবেন্দ্রে কলেজ
মাঠে
৪র্থ
জানাযা,
দুপর
২.৩০ মিনিটে হরিরামপুর পাটগ্রাম উচ্চ
বিদ্যালয় মাঠে
৫ম
জানাযা,
বিকাল
৪
টায়
মানিকগঞ্জের গিলন্ডের মন্নু
মেডিকেল কলেজ
মাঠে
৬ষ্ঠ
জানাযা
শেষে
বিকাল
সাড়ে
৪
টার
দিকে
মানিকগঞ্জের মন্নু
সিটির
পারিবারিক কবরস্থানে দাফন
সম্পন্ন হবে
বলে
সম্ভাব্য সময়
নির্ধারণ করা
হয়েছে।
এ দিকে বিএনপির এই
বর্ষীয়ান নেতার
মৃত্যুর খবর
মৃত্যুর খবর
ছড়িয়ে পড়লে
মানিকগঞ্জের গিলন্ডের নিজ
বাসভবনে বিএনপির নেতাকর্মীরা আসতে শুরু করেছে।
১৯৯১
সালে
মানিকগঞ্জ–২
(শিবালয়–হরিরামপুর) আসনে
বিএনপির হয়ে
নির্বাচন করে
প্রথম
সংসদ
সদস্য
নির্বাচিত হন।
১৯৯৬
সালেও
তিনি
ওই
আসন
থেকে
অনায়াসে জিতেন।
২০০১
সালে
এই
আসনের
পাশাপাশি মানিকগঞ্জ–৩
(সদর–
সাটুরিয়া) আসনেও
জিতেন
মুন্নু। ২০০১ সালে
বিএনপি–জামায়াত জোট সরকারের আমলে
তাকে
মন্ত্রী করা
হলেও
সে
সময়
তাকে
কোন
দপ্তর
দেয়া
হয়নি। মানিকগঞ্জ জেলা
বিএনপির সাবেক
সভাপতি
ছিলেন
মুন্নু। তবে
বিএনপির সর্বশেষ কমিটিতে দলের
চেয়ারপারসন বেগম
খালেদা
জিয়ার
উপদেষ্টা হিসেবে
নিয়োগ
পেয়েছিলেন তিনি।
ও
মানিকগঞ্জ জেলা বিএনপির বর্তমান সভাপতি
আফরোজা
খান
রিতা
লন্ডনে
অবস্থান করছেন।
তিনি
বুধবার
ভোর
৫
টায়
বাংলাদেশে এসে
পৌছেবেন বলে
জানিয়েছেন তার
ব্যক্তিগত সহকারী
মোঃ
দুলাল
উদ্দিন।
২০১৭।