শেখ হাসিনা মসজিদ তৈরি করে, বিএনপি মসজিদে বোমা মারে- বালিয়াটীতে স্বাস্থ্যমন্ত্রী

সাটুরিয়া প্রতিনিধি, জানুয়ারী:
স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন
বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় আসলে মসজিদ
মাদ্রাসা নির্মাণ করেন।
আর বিএনপিজামায়াত সেই মসজিদে বোমা
মাওে, জঙ্গি প্রশিক্ষণ দেয়।
 
তিনি শুক্রবার বিকাল টার দিকে জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটী বাজারে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
স্বপন আরো বলেন,
জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না। এই মাটিতে কোন সন্ত্রাসীর জায়গা হবে না। জঙ্গিবাদকে কঠোর হাতে
দমন করা হবে তাদের একবিন্দু ছাড় দেওয়া হবে না।
তিনি বালিয়াটী বাজার থেকে বালিয়াটী পশ্চিম চালা সড়ক সংস্কার কাজেরে উদ্বোধন ছাড়াও, বালিয়াটী দাখিল মাদ্রার তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন, হাজিপুরসাটুরিয়া  পাকা সড়কের নির্মাণ  কাজের উদ্বোধন,  এবং ১৩ কোটি টাকা ব্যায়ে সাটুরিয়া উপজেলা মডেল
মসজিদের নির্মাণ কাজের
 
কাজের উদ্বোধন করেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ
ফটো, বালিয়াটী ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন। 
 পথ সভায় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাভাপতি মো. ফজলুর রহমান,
সাধারণ সম্পাদক আফাজ
উদ্দিন মাষ্টারসহ জেলা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নের্তৃবন্দ।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩ জানুয়ারী ২০২০২।
আরো পড়ুুন