সিংগাইর প্রতিনিধি, ২০ এপ্রিল: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামে গণধর্ষণের স্বীকার হয়েছেন এক প্রবাসীর স্ত্রী । ঐ স্ত্রী শনিবার ৭ জনকে আসামী করে সিংগাইর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ এ ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছেন।
বিষয়টি সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন শনিবার রাত ৯ টার দিকে মানিকগঞ্জ২৪.কমকে নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে সিংগাইর উপজেলার ইসলামনগর গ্রামের আবুল হোসেনের পুত্র নাজমুল (২১), রবিউল দেওয়ানের পুত্র সুজন (২৮), দ্বীন ইসলামের পুত্র ফজর আলী (১৮), আব্দুল মান্নান খানের পুত্র শিপন খান (১৮) এবং মো. চুন্নু খানের পুত্র দিপু (১৯)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ইসলামনগর গ্রামের কলেজ পড়–য়া ছাত্রীর (১৯) সাথে মানিকগঞ্জ সদর উপজেলার কালীনগর গ্রামের এক প্রবাসীর সঙ্গে বছর খানেক আগে পারিবারিকভাবে বিয়ে হয়। স্বামী প্রবাসে থাকায় ঐ নারীর হরিরামপুর উপজেলার কলেজ ছাত্র আকাশের (২০) সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এর সূত্র ধরে গত শুক্রবার ( ১৯ এপ্রিল) গভীর রাতে আকাশ তার প্রেমিকার সঙ্গে দেখা করতে হরিরামপুর থেকে সিংগাইর উপজেলার ইসলামনগর গ্রামে আসে। পরে আসামীরা বিষয়টি নিশ্চিত হয়ে প্রেমিক আকাশকে আটক করে কৌশলে তার মোবাইল ফোন থেকে প্রেমিকাকে বাড়ির বাইরে ডেকে আনে। পরে বেরসিক প্রেমিক আকাশকে বেধে ৭ জন প্রবাসীর স্ত্রীকে পালাক্রমে গণধর্ষণ করে।
প্রেমিক আকাশ তার ভাইকে শনিবার ভোরে মোবাইলে ফোন করে বিস্তারিত জানালে পুলিশের হেল্প লাইন ৯৯৯ এ ফোন করে সাহায্য চান।
পরে পুলিশের হেল্পলাইন বিষয়টি সিংগাইর থানাকে অবহিত করেন। শনিবার সকালে সিংগাইর থানা পুলিশ ঐ প্রবাসীর স্ত্রী ও আকাশকে ইসলামনগর এলাকা থেকে উদ্ধার করেন। পরে প্রবাসীর স্ত্রী ৭ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, পুলিশের হেল্পলাইন আমাদের বিষয়টি জানালে সংগে সংগে ফোর্স পাঠিয়ে প্রবাসীর স্ত্রী ও প্রেমিক আকাশকে উদ্ধার করি। প্রবাসী স্ত্রী ৭জনকে আসামী করে মামলা করলে ৫ আসামীকে শনিবার দুপুরের মধ্যেই গ্রেফতার করি। বাকী আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য ইতিমধ্যে পুলিশ হেফাজতে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ এপ্রিল ২০১৯।
আরও পড়ুন: