শিবালয়ে কাভার্ডভ্যান চাপায় নিহত ১

শিবালয় প্রতিনিধি, ২১ এপ্রিল: ঢাকা আরিচা মহাসড়কের পাটুরিয়া সংযোগ সড়কের চরের ডাঙ্গায়  কাভার্ডভ্যান চাপায় আজাদ তালুকদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
রোববার ভোরে মানিকগঞ্জের শিবালয়ে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত আজাদ তালুকদার শিবালয় উপজেলার ছোট দোতরাবাড়ি এলাকার মৃত আক্তার উদ্দিন তালুকদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এস আই) আমির হোসেন বলেন, কাভার্ডভ্যান চাপায় নিহত আজাদ তালুকদার শাকুরা পরিবহনের টিকিট চেকার ছিলেন। ভোরে শাকুরা পরিবহনের একটি বাসের টিকিট চেক করে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় সে।

এঘটনায় কাউকে আটক করা যায় নি। আজাদের মরদেহ ময়নাতদন্তের জন্যে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ২৪/ ২১ এপ্রিল ২০১৯।
আরও পড়ুন:

সিংগাইরে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৫

আরো পড়ুুন