চাপ নেই পাটুরিয়া- দৌলতদিয়ায়

শিবালয় প্রতিনিধি, ১৯ আগষ্ট: যানবাহনের বাড়তি কোন চাপ নেই দেশের দক্ষিন পশ্চিম অঞ্চলের ২১ টি জেলার প্রবেশ পথ পাটুরিয়া- দৌলতদিয়ায়। ঈদযাত্রার এই সময় অন্যান্য বছরে পাটুরিয়া ঘাটে দূরপাল্লার কোচের বাড়তি চাপ থাকলেও রবিবার সেই চাপ দেখা যায়নি।

রবিবার দিন ভর পাটুরিয়া ফেরি ঘাটে যানবাহনের দীর্ঘসারি  দেখা যায়নি।  রবিবার বিকালে  পাটুরিয়া ঘাট ও অভ্যন্তরীণ সংযোগ সড়কে ও টর্মিনালে ট্রাকসহ সব মিলিয়ে শতাধিক যানবাহন পারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।

বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য) এস এস আশিকুজ্জামান বলেন, ঘাটের প্রস্তুতি ভাল থাকায় ঈদে গরুবোঝাই ট্রাক ও যাত্রী পরিবহন পারাপার স্বাভাবিক রাখতে আরিচা ফেরি সেক্টরও প্রস্তুত রাখা হয়েছে। পাটুরিয়া টার্মিনালে চারটি ঘাট ও দৌলতদিয়া টার্মিনালে ছয়টি ঘাট চালু আছে। প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে এবং ফেরি পারাপার স্বাভাবিক থাকলে এ মৌসুমেও ঘাট এলকা স্বাভাবিক থাকবে বলে আশা করেন বিআইডব্লিউটিসির ঐ কর্মকর্তা।

এদিকে আরিচা কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে পর্যাপ্ত লঞ্চ নিয়োজিত থাকায়  সেখানে যাত্রী দুর্ভোগ নেই।

মানিকগঞ্জ২৪/ শিবালয়/ হা.ফ/ ১৯ আগষ্ট ২০১৮।
আরও পড়ুন:

ঘিওরে ট্রলার ডুবিতে ২৯ টি গরুর মৃত্যু

আরো পড়ুুন