ঘিওর প্রতিনিধি, ১৯ আগষ্ট: জেলার ঘিওরে ধলেশ্বরী নদীতে গরু বোঝাই একটি ট্রলার ডুবিতে ২৯টি গরুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে এই ট্রলার ডুরিব ঘটনাটি ঘটে। এতে গরু বেপারী, মালিক ও মাঝিসহ নয়জন সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে ট্রলারে থাকা ৩৩টি গরুর মধ্যে ৪ টি কে জীবিত ও একটি মৃত উদ্ধার হয়েছে। বাকি ২৮ টি গরুসহ ট্রলারটি নদীতে সনাক্ত করা গেলেও উদ্ধার করা যায় নি।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রলারটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিষয়টি ঘিওর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম নিশ্চিত করে বলেন, টাংগাইলের নাগরপুর থেকে ৩৩টি গরু নিয়ে কয়েকজন বেপারী ট্রলারযোগে ঢাকার গাবতলী যাচ্ছিল। ঘিওর এলাকায় একটি ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে ট্রলারটি উল্টে ডুবে যায়। এতে ট্রলারে থাকা গরু বেপারীরা সাঁতরিয়ে তীরে উঠতে পেরেছে। এছাড়া চারটি গরুও সাঁতরিয়ে তীরে উঠে। একটি মৃত গরু ভেসে যায়। বাকি ২৮ গরু ও ট্রলার উদ্ধারের চেষ্টা চলছে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মিজানুর রহমান রবিবার সাড়ে ৪ টার দিকে জানান, নদীতে তীব্র স্রোতের কারণে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান সনাক্ত করতে দেরী হয়েছে। ট্রলারের মধ্যে বাকী ২৮টি গরুগুলি বাধা রয়েছে তাই সে গরুগুলি নদীতে ভেসে যায় নি কিংবা উদ্ধার করা যায় নি। ট্রলারসহ বাকী মৃত গরু উদ্ধারের জন্য বিআইডব্লিউটিসির সহযোগীতা লাগবে বলেও জানান ফায়ার সার্ভিসের ঐ কর্মকর্তা।
মানিকগঞ্জ২৪/ ঘিওর/ হা.ফ/ ১৯ আগষ্ট ২০১৮।
আরও পড়ুন: