সাটুরিয়া প্রতিনিধি, ২৭ ফেব্রুয়ারী: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের অভিযানের খবর পেয়ে সাটুরিয়ার এম, আর নামে এক ইট ভাটার মালিক ও ম্যানেজার ভাটা ছেড়ে পালিয়েছে।
ঘটনাটি ঘটেছে জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নের হাজিপুর গ্রামে। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল উপজেলার বালিয়াটীতে অভিযান পরিচালনা করার সময় এঘটনা ঘটে।
গতাকাল বুধবার দুপুরে হাজিপুর গ্রামে অবস্থিত মেসার্স ট্রিপল বি ব্রিকসকে পরিমাপে কারচুপি করায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ জরিমানা আদায়ের খবর পেয়ে পাশ^বর্তী মেসার্স এম, আর ব্রিকসে মালিক মো. আলী ও ম্যানেজার পালিয়ে যায়। পরে এম, আর ব্রিকসক পরিমাপে কারচুপি ও কাগজ পত্র না দেখাতে ব্যার্থ হলে ১ লাখ টাকা জরিমানা করা হয়। কিন্তু মালিক পালিয়ে যাওয়ায় এ জরিমানা আদায় করা হয় নি। তবে আগামী এক কর্ম দিবসের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে বলা হয়। ।
মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, সাটুরিয়ার এম, আর ইট ভাটার মালিক বুধবার বিকালে মোবােইল ফোনে জানিয়েছেন, সে টাকা দ্রুত জমা দিবেন। জরিমানার টাকা পরিশোধ না করলে ভাটার বিরুদ্বে পরবর্তী প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে সহযোগিতা করেন মানিকগঞ্জ জেলা ক্যাবের সদস্য, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৭ ফেব্রুয়ারী ২০১৯।
আরও পড়ুন: