রোহিঙ্গা নির্যাতন ব‌ন্ধের দা‌বি‌তে সাটুরিয়ায় ছাত্র‌দের মানববন্ধন

‌মো: সো‌হেল রানা খান: মিয়ানমা‌রের
অারাকা‌নে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য মানুষ হত্যা ও নির্যাত‌নের
প্রতিবাদে মা‌নিকগ‌ঞ্জের সাটুরিয়া উপ‌জেলায় ছাত্র‌দের উদ্যো‌গে মানবন্ধন
অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার দুপু‌রে সাটু‌রিয়া বাসস্ট্যান্ড ও
সাটু‌রিয়া প্রেসক্লা‌বের সাম‌নে ১ ঘন্টা ব্যাপী সাটু‌রিয়া ছাত্র সমা‌জের
উদ্যো‌গে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানবন্ধন থে‌কে মিয়ানমা‌রের
অারাকা‌নে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য মানুষ হত্যা ও নির্যাত‌নের প্রতিবাদ ও
তা‌দের বাংলা‌দে‌শে অাশ্র‌য়ের দা‌বি‌ জানা‌নো হ‌য়ে‌ছে।
 

মানববন্ধন
শে‌ষে প্র‌তিবাদ সভায় বক্তব্য রা‌খেন, মানবন্ধ‌নের অা‌য়োজক র‌ফিকুল ইসলাম
অ‌ভি, মো: সালমান বা‌প্পি, পাপ্পু , বিজয় অাহ‌ম্মেদ, না‌ফিউল ইসলাম,
গোফরানসহ প্রমুখ। 
 
মানবন্ধনে বক্তারা মিয়ানমা‌রের অারাকা‌নে
রোহিঙ্গা মুসলিম ও হিন্দু হত্যা বন্ধ করার জন্য জাতিসংঘের আশু হস্তক্ষেপ
কামনা ও নির্যা‌তিত দের বাংলা‌দে‌শে অাশ্রয় দেওয়ার জন্য সরকা‌রের কা‌ছে
দা‌বি জানায়। 
 
ঘন্টা ব্যাপী মানবন্ধনে সাটুরিয়ার বি‌ভিন্ন স্কুল, ক‌লেজের প্রায় অর্ধ শতাধিক ছাত্র অংশ গ্রহণ ক‌রে।
 
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৬ সেপ্টেম্বর/ ২০১৭।
আরো পড়ুুন