সাইফুদ্দিন আহম্মেদ নান্নু : যারা বলছেন মাহফুজুর রহমান তার নিজের টিভিতে নিজে গান গেয়েছেন তাতে দোষের কি অাছে, তিনি সেটি পারেন, না দেখলেই তো হয়। তাদের জন্য বলি….
নিজের টাকায় টিভি স্টেশন বানানো যায় কিন্তু চাইলেই তাতে যা খুশি তা প্রচার করা যায় না। মালিক পাবলিকলি তা পারেন না।
উত্তরে আপনি যদি বলেন পারে তা হলে একটি প্রশ্নের জবাব দিন, ধরে নিন একটি হাজার কোটি টাকার টিভি চ্যানেলের মালিকের নাচ খুব
পছন্দের,নাচ দেখেন, নিজেও নিজের মত করে নাচেন। কিন্তু তিনি কি চাইলেই
রাস্তা ঘেঁষা নিজ বাড়ির খোলা বারান্দায় কিংবা খোলা আঙিনায় ন্যাংটা হয়ে নাচতে কিংবা কাউকে ন্যাংটা করে নাচাতে পারেন? বলেন পারেন কিনা?
মুভি। তিনি চাইলেই কি সেই পর্ণমুভি নিজ টাকায় গড়া টিভিতে চালিয়ে দিতে
পারেন? পারেন না।
হ্যাঁ মাহফুজ সাহেব যেটা পারতেন তা হল, ঢাকা
স্টেডিয়াম অথবা মিরপুর আর্মি স্টেডিয়াম বুক করে সারারাত স্টেজ-শো তে গাইতে
পারতেন কিন্তু টিভিতে নয়।
একটি টিভি যখন সম্প্রচারে থাকে তখন তা পাবলিক প্রোপার্টি এবং রাষ্ট্রেরও সম্পদ, এককভাবে মালিকের নয়।
সাইফুদ্দিন আহম্মেদ নান্নু এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।
মানিকগঞ্জ২৪/ ৬ আগস্ট/ ২০১৭।