বড় হতে হলে পড়া শুনা করতে হবে, বালিয়াটীতে স্বাস্থ্যমন্ত্রীর সহধর্মিনী সাবানা মালেক

সাটুরিয়া  প্রতিনিধি, ৩ মার্চ:

জীবনে বড় হতে হলে পড়া শুনা করতে হবে। প্রতিষ্ঠিত হতে গেলে পড়া লেখার কোন বিকল্প নেই বলে মন্তব্য করছেন স্বাস্থ্যমন্ত্রীর সহধর্মিনী সাবানা মালেক।

তিনি মঙ্গলবার দুপুুরে জেলার সাটুরিয়ার বালিয়াটী ঈশ্চর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছালত জামান খান আরিফের সভাপতিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমা তুজ্জহুরা, বালিয়াটী ইউনিয়ন চেয়ারম্যান মো. রুহুল আমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মীর সোহেল আহম্মেদ চৌধুরী প্রমুখ।

পরে সাবানা মালেক বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩ মার্চ ২০২০।

আরো পড়ুুন