খেলাধূলায় মনযোগী হতে হবে, হরগজে স্বাস্থ্যমন্ত্রীর সহধর্মিনী – সাবানা মালেক

সাটুরিয়া প্রতিনিধি, মার্চ:
 
স্বাস্থ্যমন্ত্রীর  সহধর্মিনী সাবানা মালেক বলেছেন, পড়াশুনার পাশাপাশি খেলাধূলায় মনযোগী হতে হবে। আজকে বাংলাদেশের পরিচিতি ক্রিক্রেট দিয়ে। তাই তোমরা
প্রতিদিন পাঠদান ও খেলাধূলা
করবে।
 
তিনি মঙ্গলবার দুপুরে জেলার সাটুরিয়ার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
স্বাস্থ্যমন্ত্রীর সহধর্মিনী  সাবানা মালেক আরো
বলেন, বিশ্বের এমন কোন দেশ নেই বাংলাদেশকে চিনে না। এটা আমাদের খেলাধূলার মাধ্যমে
পরিচিতি পেয়েছে। আমরাও চাই তুমারাও খেলাধূলায় এগিয়ে আস। আজকের সমাজ ব্যাবস্থায় বেচে
থাকতে হলে সকলকেই পড়া শুনা করতে হবে।  
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
বিদ্যালয়ের প্রতিষ্ঠিাতা আ খ ম নূরুল হক, মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য আমজাদে
হোসেন লাল মিয়া,

হরগজ ইউনিয়ন চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান জ্যোতি প্রমুখ।
 পরে সাবানা মালেক বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩ মার্চ ২০২০।
আরও পড়ুন:

বড় হতে হলে পড়া শুনা করতে হবে, বালিয়াটীতে স্বাস্থ্যমন্ত্রীর সহধর্মিনী সাবানা মালেক

আরো পড়ুুন