স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, করেনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কম, আতংকিত হওয়ার কিছু নেই। এটি ছোঁয়াচে রোগ। সকলেই যদি এ রোগ বিষয়ে সতর্ক ও আমরা নিজেদের বাচিয়ে রাখতে পারি তাহলে আমাদের ভয় নেই।
তিনি শুক্রবার বিকালে জেলার সাটুরিয়া উপজেলার দড়গ্রাম বহুমুখি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, সকলকে সাবধান থাকতে হবে। করোনা ভাইরাস সম্পর্কে। যদি কোন রোগী পাওয়া যায় সংগে সংগে হাসপাতালে ভর্তি করানোর অনুরুধ করেন। আক্রান্ত রোগীর নিকটে যাওয়া যাবে না। ডাক্তার যে ভাবে চিকিৎসা ও পরামর্শ দিবে সেই ভাবে চলতে সবাইকে অনুরুধ করেন।
দরগ্রাম বুহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেরা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মজিবর রহমানের সঞ্চলনায় বক্তব্য রাখেন, শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আলিনুর বক্স রতন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান মিঞা, আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান ছাড়াও উপজেলা আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৬ মার্চ ২০২০।