সাটুরিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

সাটুরিয়া প্রতিনিধি, ২৯ জানুয়ারী:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাইল্যা গ্রাম থেকে মুক্তা বেগম (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। মুক্তা বেগম রাইল্যা গ্রামের আলীম হোসেনের স্ত্রী।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান মিঞা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মুক্তার শরীলে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। প্রাথামিক ভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহ থেকে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। তবে ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

এঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৯ জানুয়ারী ২০২০।

আরো পড়ুুন