সাটুরিয়ায় ২ টি ইটভাটা গুরিয়ে দিল ইউএনও

সাটুরিয়া প্রতিনিধি, ২৯ জানুয়ারী:

সাটুরিয়ায় বুধবার দুপুরে ২টি অবৈধ ইটভাটা সম্পুর্ণ গুরিয়ে দিল সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম।

মানিকগঞ্জ কৃষি ইনস্টিটিউট এর পাশে এ দুটি ইট ভাটা গেল বছরের ডিসেম্বর মাসে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর আংশিক ভেঙ্গে ফেলে। সেই সাথে ১ লক্ষ টাকা করে ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা  হয়। কিন্তু ভাঙ্গার পরও কিছু দিন পর আবার ভাটা চালু করে।

এর প্রেক্ষিতে বুধবার দুপুরে  সাটুরিয়া উপজেলার নির্বাহী অফিসার ফোর্স নিয়ে উপজেলার ধানকোড়া ইউনিয়নের ধোতরা এলাকার তমা ব্রিক্স ও মানিকগঞ্জ ব্রিক্স সম্পুর্ণ গুরিয়ে দেন।

সাটুরিয়া উপজেলার নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, উচ্চ আদালতের নির্দেশে অবৈধ ইট ভাটা ভেঙ্গে দেই। কিন্তু কয়েক দিন যাবার পরই অবৈধভাবে আবার ইট ভাটা চালু করা হয়। যেহেতে তমা ও মানিকগঞ্জ ব্রিক্স দুটি কৃষি ইনস্টিটিউট সংলগ্ন তাই এটি আগে ভেঙ্গে দিলাম আজ। সময় থাকলে আজকেই আরো অভিযান পরিচালনা করা হবে। পর্যায় ক্রমে বাকী অবৈধ ভাটা গুলি ভেঙ্গে দেওয়া হবে।

অভিযানে সহযোগীতা করেন সাটুরিয়া থানা পুলিশ, মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৯ জানুয়ারী ২০২০।

আরো পড়ুুন