সাটুরিয়ায় পরকীয়ার জেরে জোড়া খুন, দেবর সুলায়মান গ্রেপ্তার

সাটুরিয়া প্রতিনিধি, ১০ জানুয়ারি:

মানিকগঞ্জের সাটুরিয়ায় মাছেলে খুনের ঘটনার হত্যা রহস্য
উন্মোচিত হয়েছে। পরক্রীয়া প্রেমের জের ধরে শিশু সন্তানসহ গৃহবধূ পারভীনকে
খুন করেছে তারই দেবর।পুলিশের হাতে গ্রেফতারে পর দেবর সোলাইমান হোসেন(২৮)
আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয় থেকে এক প্রেস
বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

পুলিশ সুপার কার্যালয় থেকে জানানো হয়,দেবর সোলাইমানের সাথে তার ভাবী
পারভীনের / বছর ধরে পরক্রিয়া প্রেম চলছিলো।তিন মাস আগে সোলাইমান
মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসেন।এরপর থেকেই ভাবী তাকে বিয়ে করার জন্য চাপ
দিয়ে আসছিলেন।


বুধবার রাতে সোলাইমান তার ভাবির রুমে গিয়ে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়।
এসময় ভাবী তাকে আবারও বিয়ের কথা বলেন এবং গালিগালাজ করতে থাকে। এতে
ক্ষিপ্ত হয়ে সোলাইমান বিছানা থেকে নেমে এসে রুমের ভেতরে থাকা ধারালো চাকু
নিয়ে প্রথমে ভাবির গলায় আঘাত করে।পাশে ঘুমিয়ে থাকা ভাতিজা নুরু মোহাম্মদ
জেগে গেলে ওঠে কাকাকে চিনতে পারেন। সোলাইমান তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত
করে মৃত্যু নিশ্চিত করে।
মানিকগঞ্জ ২৪/ হা.ফ/ ১০ জানুয়ারি।
আরও পড়ুন:

আরো পড়ুুন