করোনা ইস্যু:সরকারী আইন অমান্য করায় সাটুরিায় প্রবাসীকে অর্থদন্ড

সাটুরিয়া প্রতিনিধি, ১৫ মার্চ:

সরকারী আইন অমান্য করায় মানিকগঞ্জের সাটুরিয়ায় এক সৌদি প্রবাসীকে অর্থদন্ড দিয়েছেন সাটুরিয়ার ইউএনও। সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  আশরাফুল আলম রোববার সন্ধা ৬ টার দিকে এ অর্থদন্ড প্রদান ও আদায় করেন।

অর্থদন্ড প্রাপ্ত হচ্ছেন সাটুরিয়া ইউনিয়নের ভ্রাম্মনবাড়ি গ্রামের তারু মিয়ার পুত্র লাল মিয়া (৪০)।  লাল মিয়া সৌদি আরব প্রবাসী। তিনি ৬ মার্চ ছুটি নিয়ে গ্রামের বাড়ি আসেন।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  আশরাফুল আলম বলেন, সদ্য বিদেশ ফেরত প্রবাসীদের নিজ নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। প্রতিদিন সচেতন মূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। সন্ধার পর চায়ের দোকানে দোকানে গিয়ে সচেতন করা হচ্ছে এ করোনা ভাইরাস বিষয়ে। তার পর ও ঐ প্রবাসী নিজ বাড়িতে পর্যবেক্ষণ না থেকে লোকালয়ে ঘোড়ে বেড়াচ্ছেন।

তিনি আরো বলেন, সাটুরিয়া গ্রাম পুলিশদের তথ্যের ভিত্তিত্বে ভ্রাম্মনবাড়ি গ্রামে ঐ প্রবাসীর বাড়িতে গিয়ে সত্যতা পাওয়া যায়। সরকারী আইন অমান্য করায় সৌদি আরব প্রবাসী লাল মিয়াকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ মার্চ ২০২০।

আরো পড়ুুন