কার্ল মাক্স এর প্রয়াণ দিবস উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ
প্রতিনিধি, ১৪ মার্চ:
দার্শনিক,
অর্থনীবিদ,
ইতিহাসবেত্তা,
সমাজবিজ্ঞানী,
রাজনৈতিক
তাত্বিক,
সমাজতান্ত্রিক
বিপ্লবী
কার্ল
মাক্স
এর
প্রয়াণ
দিবস
উপলক্ষে
আলোচনা
সভা
পালন
করা
হয়েছে।
 
শনিবার  বিকেল ৫টায় মানিকগঞ্জ
শহরর
স্যাক
কার্যালয়ে
স্থানীয়
সংগঠন
স্মৃতি
ফাউন্ডেশন
এর
আয়োজনে

আলোচনা
সভা
অনুষ্ঠিত হয়। 
কৃষক নেতা দুলাল বিশ্বাস এর সভাপতিত্বে
আলোচনা
সভায়
বক্তব্য
রাখেন,
বাংলাদেশের
কমিউনিস্ট
পার্টি
(
সিপিবি)
কেন্দ্রীয়
কমিটির
সদস্য
বীরমুক্তিযোদ্ধা
অ্যাড.
আজহারুল
ইসলাম
আরজু,
একাত্তরের
ঘাতক
দালাল
নির্মূল
কমিটির
জেলা
সভাপতি
অ্যাড.
দীপক
কুমার
ঘোষ,
সিপিবি জেলা সভাপতি প্রফেসর আবুল ইসলাম সিকদার, বাংলাদেশের
প্রগতি
লেখা
সংঘের
সভাপতি
শ্যামল
কুমার
সরকার,
বাংলাদেশ
বিজ্ঞানীক
সমাজতান্ত্রিক
দল
জাসদের
সদর
উপজেলার
সাধারণ
সম্পাদক
মো.
ইকবাল
হোসেন,
কৃষক
সমিতির
সাধারণ
সম্পাদক
মো.
নজরুল
ইসলাম,
বারসিক
এর
আঞ্চলিক
সমন্বয়ক
বিমল
রায়,
ছাত্র
ইউনিয়ন
এর
সবেক
সভাপতি
এম.আর. লিটন প্রমুখ।
কার্ল মার্ক্স এর রাজনৈতিক দর্শন কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/
১৪ মার্চ ২০২০।
আরো পড়ুুন