সাটুরিয়া প্রতিনিধি, ১৩ নভেম্বর: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
কৃষি প্রনোদনা কর্মসূচী ২০১৮-২০১৯ এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই সার ও বীজ মঙ্গলবার দুপুরে কৃষি অফিসের হলরুমে বিতরণ করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভায় সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. নাসরিন পারভিন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আ. খ. ম নূরুল হক, বালিয়াটী ইউনিয়ন চেয়ারম্যান মো. রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহম্মেদসহ আরও অনেকে।
উপজেলার ৯টি ইউনিয়নের মোট ৩ হাজার ১ শত কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ নভেম্বর ২০১৮।
আরও পড়ুন: