সাটুরিয়া প্রতিনিধি, ১৪
নভেম্বর: সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য মো.সামছুল হক
বুধবার সন্ধায় হিৃদযন্তের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন।
নভেম্বর: সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য মো.সামছুল হক
বুধবার সন্ধায় হিৃদযন্তের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন।
তিনি গোপালনগর গ্রামের ছুরত
আলীর পুত্র।
আলীর পুত্র।
সামছুল হক বুধবার সন্ধায় অসুন্থ্য
অনুভব করলে তার স্বজনরা সাটুরিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক
তাকে সন্ধা ৬.৪৫ মিনিটে মৃত ঘোষনা করেন।
অনুভব করলে তার স্বজনরা সাটুরিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক
তাকে সন্ধা ৬.৪৫ মিনিটে মৃত ঘোষনা করেন।
তিনি মৃত্যুকালে স্ত্রী, ১
পুত্র ১ কণ্যাসহ অসংখ্য গুণাগাহী রেখেগেছেন।
পুত্র ১ কণ্যাসহ অসংখ্য গুণাগাহী রেখেগেছেন।
সামছুল হক বালিয়াটী নতুন
বাজারের নির্বাচিত সভাপতি এবং বালিয়াটী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ৫ বারের নির্বাচিত
ইউপি সদস্য ছিলেন।
বাজারের নির্বাচিত সভাপতি এবং বালিয়াটী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ৫ বারের নির্বাচিত
ইউপি সদস্য ছিলেন।
তার মুত্যুর খবর শুনে এলাকায়
শুকের ছায়া নেমে আসে।
শুকের ছায়া নেমে আসে।
বালিয়াটী ইউনিয়নের
চেয়ারম্যান মো. রুহুল আমিন বলেন, মরহুমের পরিবারের সাথে আলোচনা করে বৃহস্পতিবার যে
কোন সময় তার জানাযা অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যান মো. রুহুল আমিন বলেন, মরহুমের পরিবারের সাথে আলোচনা করে বৃহস্পতিবার যে
কোন সময় তার জানাযা অনুষ্ঠিত হবে।
মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ ১৪
নভেম্বর ২০১৮।
নভেম্বর ২০১৮।
আরও পড়ুন: