মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটী বাজার কমিটির সভাপতি মন্তোষ সাহা ও তার ব্যবসায়ী বন্ধুদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
শনিবার বেলা ১১ টার দিকে বালিয়াটী বাজারে ২২০ জন কর্মহীন মানুষের মাঝে চাল, আলো ও পেঁয়াজ বিতরণ করা হয়।
বালিয়াটী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বিশিষ্ট ব্যবসায়ী ও বালিয়াটী বাজার কমিটির সভাপতি মন্তোষ সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার ওসি তদন্ত আবুল কালাম, সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মুনীর হোসেন, বালিয়াটী বাজারের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
মন্তোষ সাহা বলেন, আমিসহ আবার ব্যবসায়ী বন্ধুরা আজকে ২২০ জন মানুষের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি করে আলো ও পেঁয়াজ বিতরণ করলাম। এই করোনা সংকটে সাটুরিয়ার হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছেন। প্রশাসনের পাশা-পাশি সমাজের বৃত্তবানদের খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে আসার আহবান করেন এই ব্যবসায়ী নেতা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২ মে ২০২০।