কেমিক্যাল দিয়ে কলা পাকানোর দায়ে সাটুরিয়ায় ৫ হাজার কলা ধ্বংস

সাটুরিয়া প্রতিনিধি, ২ মে:

মানিকগঞ্জের সাটুরিয়ায় কেমিক্যাল দিয়ে কলা পাকানোর দায়ে ৫ হাজার কলা জব্দ করে ধ্বংস সেই সাথে দুই কলা  ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয় শনিবার সকালে জেলার সাটুরিয়া উপজেলার খুনিরটেক বাজারে এই অভিযান চালান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয় সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল  বলেন, খুনিরটেক বাজারে কলা ব্যবসায়ী সাগর হোসেন ও আইয়ুব আলীর আড়ৎ এ কেমিক্যাল সহ কেমিক্যাল মেশানো কাচা ও পাকা কলা পাওয়া যায়। মানবদেহের জন্য অত্যন্ত বিপদজনক হওয়ায় তাদের দুইজনকে ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা  করা হয়। এসময় তাদের ৫ হাজার কলা জব্দ করে ধ্বংস করে দেওয়া হয় সেই সাথে কেমিক্যোল জব্দ করা হয়্।

অভিযানে সহযোগিতা করেন সাটুরিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিলুফার ইয়াসমিন ঝর্ণা ও মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়নের সদস্যগণ।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২ মে ২০২০।

আরো পড়ুুন