মানিকগঞ্জের সাটুরিয়ায় থেকে পালানো করোনা রোগীকে ঢাকার গাবতুলি থেকে উদ্ধার করে মঙ্গলবাল সকালে মানিকগঞ্জ সদর হাসপতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম নিশ্চিত করেছেন।
সাটুরিয়া উপজেলা প্রশাসন ও সাটুরিয়া থানা পুলিশ জানায়, জেলার সাটুরিয়া উপজেলার খলিলাবাদ গ্রামের ফজর আলি টুনাই (৫৫) গাবতুলি থেকে করোনা উপসর্গ নিয়ে গত শনিবার (৯ মার্চ) বাড়িতে আসে। পরে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা অবস্থায় রবিবার নমুনা সংগ্রহ করে সাভারে পাঠানো হয়। সোমবার সকালে ফজর আলীর করেনা পজিটিভ রিপোর্ট আসে।
এমন খবর শুনে উপজেলা নির্বাহী অফিসার, সাটুরিয়া থানা পুলিশ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিম তার বাড়িতে যাওয়ার আগেই ফজর আলী পালিযে যায়। দিনভর তাকে অনেক খুজাখুজি করে পাওয়া যয়নি। পরে সন্ধার দিকে প্রযুক্তির সহায়তায় তাকে তার গাবতুলি বাড়া বাসায় পাওয়া যায়।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, সকালে ফজর আলীকে গাবতুলি থেকে উদ্ধার করে মঙ্গলবার সকাল ৯ টার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে তার বাড়িসহ আরও একটি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১২ মে ২০২০।