জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বিসিবি পরিচালক ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় বলেছেন, স্বাস্থ্য বিধি না মানলে আবার লক ডাউন ঘোষনা আসতে পারে। আগামী কাল থেকে সব কিছু খোলে দেওয়া হচ্ছে শর্ত সাপেক্ষে। শিবালয় উপজেলা একটি ঘাট এলাকা হওয়ায় লাখ লাখ মানুষ এ রুট দিয়ে পার হয়।
তিনি শনিবার বিকালে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারী কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মহাদেপুর ইউনিয়নের ৩ শতাধিক দুস্থ্য পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে এসব কথা বলেন।
নাইমুর রহমান দুর্জয় আরো বলেন, আপনারা স্বাস্থ্য বিধি মেনে চল্লে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে করোনা যোদ্ধেও আমরা জয়ী হব।
এসময় শিবালয় উপজেলা নির্বাহী অফিসার এ এফ ফিরোজ মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান জনি, জেলা ছাত্র লীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুল, জাতীয় শ্রমিক লীগ নেতা বাবুল সরকার, শিবালয় থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ মহাদেবপুর ইউপি চেয়ারম্যান আবু জাহিদ মো. মাহমুদুল আমিন ডিউকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার দুপুরে নাইমুর রহমান দুর্জয় মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ও নিহালপুর এলাকায় নদী ভাঙ্গন প্রতিরোধ কার্যক্রম পরিবর্দশন করেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩০ মে ২০২০।