সাটুরিয়া থানায় রাজ্জাক হোসেন রাজের পিপিই ও হ্যান্ড গ্লাভস বিতরণ

সাটুরিয়া প্রতিনিধি, ২৯ মে:

সবুজ পরিবেশ আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন রাজের উদ্যোগে সাটুরিয়া থানায় পিপিই ও হ্যান্ড গ্লাভস বিতরণ করেছেন।

শুক্রবার বিকালে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান মিঞার অফিস কক্ষে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।

এ সময় সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান, সেকেন্ড অফিসার এস. আই. মো. নাসিরুজ্জামান , মানিকগঞ্জ২৪.কম এর সম্পাদক হাসান ফয়জী, স্থানীয় সংবাদকর্মী অলক রায়, আবু বক্কর সিদ্দিক, সবুজ পরিবেশ আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার সহসভাপতি আওয়াল খান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সাটুরিয়ায় রাজ্জাক হোসাইন রাজের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী বিতরন

রাজ্জাক হোসেন রাজ বলেন, এর আগেও উপজেলা প্রশাসনকে পিপিই বিতরণ করা হয়েছে। তাছাড়া সাটুরিয়া বাজারে কয়েক  শতাধিক মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান বিতরণ করেছি।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৯ মে ২০২০।

আরো পড়ুুন