জানিনা এ বছর বেগম জিয়া জাতির এই শোকে তার মিথ্যা জন্মদিন পালন করবে কিনা ?


রাজ্জাক
হোসাইন রাজ:
তোমার
কৃত্য,
চির
সত্য
অক্ষয়
তোমার
সৃষ্টি
তুমি
এক
শানিত
বর্ষা
অগ্নিঝড়া
বৃষ্টি
হাজার
বছরের
শ্রেষ্ঠ
তুমি
রক্তে
তুমি
অম্লান
হে
জাতির
বীর
উন্নত
শির
শেখ
মুজিবুর
রহমান।
সদ্য
স্বাধীন
দেশ,
ঢেলে
সাজানোর
জন্য
দিন
রাত
কাজ
করে
যাচ্ছিলেন
শেখ
মুজিব কিন্তু কি এমন হলো যে মাত্র বছরের মাথায় জীবন দিতে হলো জাতির পিতাকে?  ট্রেজিডী ছাড়া মহাকাব্য সম্পূর্ন হয়না আর সেই মহাকাব্য সম্পূর্ন করার জন্য জাতির পিতাকে জীবন দিতে হলো ?
যেই
মহাকাব্যের
সর্বশেষ
শহীদ
নাড়ি,
শিশু
আর
গর্ভবতী
?
একটা
বিষয়
স্পষ্ট
যে
শুধু
মাত্র
কয়জন
সেনা
কর্মকর্তার
পক্ষে
এই
ষড়যন্ত্র
সফল
করা
সম্ভব
না
এর
সাথে
দেশিয়

আন্তর্জাতিক
মহল
জড়িত!
জাতির
পিতাকে
হত্যা
করা
হবে
এই
কথা
কেউ
ভাবতে

পারেনি
তবে
৭৫
পূর্ববর্তী
সময়
গুলোতে
জাসদের
মুখ
থেকে
বার
বার
একটি
পরিবর্তনের
ইংগিতের
কথা
বলেছে…!
তাহলে
কি
ধরে
নিতে
পাড়ি
সামরিক
বাহিনীর
লোকদের
সাথে
বেসামরিক
লোক

এই
হত্যার
মদদ
দিয়েছে
যতটুকু
জানি
জাতির
জনকের
হত্যার
পর
প্রথম
প্রতিবাদ
করেছিলো
শেখ
মুজিবের
স্নেহধন্য
কাদের
সিদ্দিকীসে সময়কার ছাত্রলীগ নেতা কর্মীরা প্রতিবাদ করেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের
মধুর
ক্যান্টিনে
ক্লাসে
ক্লাসে
গিয়ে।
প্রতিবাদ
করেছিলো
ছাত্র নেতারা
দেয়ালে
দেয়ালে
লেখা
হয়েছিলো
প্রতিবাদী
স্লোগান কিন্তু পরিতাপের বিষয় সেই সময়কার বাঘা বাঘা আওয়ামীগ নেতারা সেদিন প্রতিবাদ করেনি চুপ করে ছিলো বাঘা নেতারা
আজও
জাতির
পিতার
কথা
বলতে
গিয়ে
মুখে
ফেনা
তুলে
ফেলেন
আবেগে
আফ্লুত
হয়ে
পরেন
জাতির
পিতার
স্নেহধন্য
ছাত্রলীগের
সাবেক
সভাপতি
নূরে
আলম
সিদ্দিকী,দূর থেকেই বুক ভরা ক্ষোভ আর দুঃখ নিয়ে আজও মাঝে মাঝে আবেগে আফ্লুত হয়ে পরেন পিতা মুজিবের স্নেহের বাঘা সিদ্দিকীরা তারা আজ আর লাইম লাইটে নেই তারা আজ হাইব্রিড,কাউয়া আর ফরমালিন মার্কা নেতাদের কারনে ডার্ক লাইটে পড়ে আছেন
 
যাহোক
আজ
১৫
আগষ্ট
জাতীয়
শোক
দিবস দিবস টি উপলক্ষে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন,অসংগঠন ভাতৃপ্রতিম সংগঠনের পক্ষ থেকে ফাতেহা পাঠ জাতির পিতার পতিকৃতিতে পূস্পাঞ্জলি অর্পণ, মিলাদ,গনভোজ আলোচনা সভা সহ নানা কর্মসূচি ঘোষনা করা হয়েছে
কিন্তু
প্রশ্ন
হচ্ছে
শোক
দিবস
কি
শুধু
আওয়ামীপন্থী
রা
পালন
করছে
নাকি
গোটা
জাতি
পালন
করছে…?
প্রতিটি
জাতির,
দেশেরই
একজন
জনক
থাকেন
যেমন
ভারতের
জাতির
জনক
মোহন
দাস
করমচাঁদ
গান্ধী,মালায়শিয়ার জাতির জনক মাহাথির মোহাম্মদ, আফগানিস্তানের
জাতির
জনক
আহমদ
শাহ
দুররানি,আর্জেন্টিনার জাতির জনক পেরু ডন হুজে দ্যা পাদ্রিক,চীন প্রজাতন্ত্র
সান
ইয়াত
শেন,
ঠিক
তেমনি
বাংলাদেশের
জাতির
জনক
শেখ
মুজিবুর
রহমান
সেখানে
কোন
দ্বিমত
নেই
কিন্তু
সেই
জাতির
জনকের
মৃত্যুবার্ষিকী
তো
গোটা
জাতির
পালন
করার
কথা
কিন্তু
আমরা
জাতি
হিসেবে
এমনই
বেঈমান
এক
জাতি
যে
জাতি
তার
জনকের
মৃত্যু
বার্ষিকী
পালন
তো
করেই
না
উল্টো
আমরা
দেখেছি
পহেলা
আগষ্ট
কুমিল্লায়
জাতির
জনকের
মুরুাল
ভেংগে
দিয়েছে….
জানিনা

বছর
বেগম
জিয়া
জাতির
এই
শোকে
তার
মিথ্যা
জন্মদিন
তার
মিথ্যা
জন্মদিন
পালনের
নামে
নগ্ন
উল্লাস
করবেন
কিনাতবে তার দলের অতি উৎসাহী কিছু সমর্থক দেখলাম ফেজবুকে খালেদা জিয়াকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা দিয়েছে যা জীবনেও কোন দিন দেখিনাই জন্মদিনে নাকি অগ্রিম শুভেচ্ছা যানানো যায় তবে বিএনপির প্রতি অনুরোধ যে অন্তত জাতির পিতার মৃত্যু বার্ষিকী তে শ্রদ্ধা জানাতে না পারলে ভুয়া জন্মদিনের কেক কাটবেন না
জাতির
জনকের
আদর্শ
আজ
কাদের
হাতে?
যারা
জয়
বাংলার
স্লোগান
পর্যন্ত
দেয়নি,
যারা
কোনদিন
ছাত্রলীগ
করেনী
তারা
আজ
ইতিহাসের
সারথী
মহান
এই
সংগঠনের
ধারক
বাহক আজ জাতির পিতার আদর্শ কি তাদের অন্তরে প্রবাহিত হচ্ছে
জাতির
জনক
বলেছিলেন
পৃথিবীতে
দুইটা
শ্রেনী
একটা
শোষিতের
পক্ষে
আরেক
টা
শোষনের
পক্ষে
আমি
শোষিতের
পক্ষে কিন্তু আজ অধিকাংশ ধারক বাহক রা শোষনের পক্ষে কার কাছে যাবো আদর্শের দিক্ষা নিতে? রাতের অন্ধকারে লক্ষ টাকায় বিক্রি হয় জাতির পিতার আদর্শের সংগঠনের পদ পদবী অথচ দিনের আলোতে তাড়াই আবার আদর্শের কোর্ট গায়ে
 ভাবতে বড় কষ্ট হয়! জাতির জনকের শোক দিবস পালনের নামে আত্ত পরিচয় জাহির করার জন্য মরিয়া হাইব্রিডরা ব্যানার ফেস্টুনে জাতির জনকের ছবি এমন ভাবে উপস্থাপন করে যে দেখার জন্য বাইনোকুলার লাগবে আর নিজের ছবি আরফিয়াসের দানবের মত বিশাল দানব আকৃতির দাত কেলানো ছবি প্রকাশ করে যে ছবি দেখে মনে হয়না যে আজ শোকের দিন
 
পরিশেষ
জাতীয়
শোক
দিবস
টি
যেন
যথাযোগ্য
মর্যাদায়
টেকনাফ
থেকে
তেতুলিয়া
রুপসা
থেকে
পাথুরিয়া
সুন্দরবন
থেকে
বান্দরবন
পালন
হয়
সেই
বিষয়
টি
কোটি
ভক্ত
প্রান
মুজিব
প্রেমের
মনের
দাবী জাতির পিতার ভাষনের পাশাপাশি যেন সাউন্ড সিষ্টেমে বেজে না উঠে হিন্দি গান গনভোজের খিচুড়ি কিংবা বিরিয়ানি তে যেন কোন চাঁদার টাকার ব্যাবহার না হয় সেই অনুরুধ সকলের কাছে তাতে করে জাতির পিতা সহ সকল শহীদের আত্তা শান্তি পাবে! জাতির পিতা সহ সকল শহীদের আত্তার মাগফেরাত কামনা করে এখানেই শেষ করছি জয় বাংলা।
লেখক:
রাজ্জাক হোসাইন রাজ, সদস্য, বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় সংসদ। 
মানিকগঞ্জ২৪/
১৫ আগস্ট/ ২০১৭।
আরো পড়ুুন