আব্দুস সাত্তার: গাবতলী ব্রীজ নয় আমাদের সাটুরিয়ার বাস ট্রাক মেরামতের জন্য কোটি টাকায়
তৈরি ব্রীজ যেন একটি গ্যারেজে পরিণত হয়েছে।
হ্যা ভাই সাটুরিয়া সেতুটি এখন মাল আনলোড আর নষ্ট বাস
ট্রাকের মেরামতের গ্যারেজ মাঝে মাঝে পায়ে হেঁটেও পার হওয়া যায়না।
পাশেই
নদীর পানিতে আর মাটিতে ডুবে যাচ্ছে লক্ষ লক্ষ টাকার স্টীল ব্রীজের মূল্যবান
ফাইল।
দেখার কেউ আছে বলে বনে হয়না।
আব্দুস সাত্তার এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।
মানিকগঞ্জ২৪/ ১৪ আগস্ট/ ২০১৭।