৭২ থেকে ৭৫ পর্যন্ত “ওপেন সিক্রেট”

সাইফুদ্দিন আহম্মেদ নান্নু:

একটি ঝলমলে,মুখর টিভির খবরে বঙ্গবন্ধু সরকার ও তাঁর পরিবারে বিরুদ্ধে ৭২
থেকে ৭৫ পর্যন্ত মিডিয়া,সভাসমিতিতে অসত্য প্রচার,অপপ্রচার সম্পর্কে একটি
বিশেষ প্রতিবেদন দেখছিলাম।

প্রতিবেদনে দুজনের স্বাক্ষাৎকার প্রচার
করেছেন প্রতিবেদক। তাঁদের একজন আওয়ামী লীগের সিনিয়র নেতা। তিনি জাসদের
মুখপত্র’গণকন্ঠ’কে এই অপপ্রচারের মূল হোতা হিসেবে অভিহিত করে বক্তব্য
রাখলেন। তাঁর বক্তব্য নিয়ে কথা নেই। তিনি আগেও যা বলেছেন এখনও তাই
বলেন,বিশ্বাস করেন।

অন্যজন সিনিয়র সাংবাদিক,সম্পাদক, কলাম লেখক। তিনি গণকন্ঠের নামই নিলেন না,তিনি শুধু ভাসানী ন্যাপের মুখপত্র ‘হক কথা’ কে অপপ্রচারের হোতা বলে অভিহিত করলেন। 

মজার বিষয় হচ্ছে এই মানুষটি নিজেই
৭২ থেকে ৭৫ পর্যন্ত “ওপেন সিক্রেট”
এবং ” অভাজনের নিবেদন ইতি ” নামে ধুমছে কলাম লিখেছেন। সে সব কলামে তিনি যা লিখেছেন আমাদের বয়েসীরা এখন তা ভুলে যাইনি। 


টিভিগুলোতে আমাদের বয়েসী কেউ কি নেই! তারা কি এসব বিষয়ে বলবার মত আর কাউকে পান না।

 সাইফুদ্দিন আহম্মেদ নান্নু এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।


মানিকগঞ্জ২৪/ ১৫ আগস্ট/ ২০১৭।

আরো পড়ুুন