ভাগ্যদোষ – কাজী রাসেল





আমিও সাধারণ আট দশজনের মত একজন 
অসাধারণ করেছে আজ বাস্তবতার ক্ষত, 
আমি চলছি আমার প্রয়োজনে 
সবাই যেমন চলে।

আমার পথে বাঁধা সীমাহীন, 
বাকী সবাই চলে স্বাধীন… 
গণতন্ত্রে সবাই সমান 
যুক্তি-বিদ্যায় হয় তা প্রমাণ। 

আমি নাকি মেয়ে মানুষ, 
দোষ আমার করণীয় সব কাজে 
ভাগ্যদোষে নেমেছি আজ গভীর সমুদ্রের মাঝে 
সহ্য করতে হবে বিষাদ লবনাক্ততা 
সব যাতনার ভীরে, 
বাঁচতে হবে, বাঁচাতে হবে এই ভেবে।

ওরা কয়, আমি নাকি মুক্তদানা 
মালা করে সবাই পরে গলে 
কি করে বুঝাই, সবই ওদের ভুল ধারণা
মুক্তদানা ঠিকই আমি মুক্তা ঝরাই না। 

বাঁচতে আমি বেড়িয়েছি খোলা মাঠে, 
কুঁড়াতে কিছু আম 
কুঁড়াতে এসে ঝুড়ি ভরা নিলাম বদনাম। 

আজও আমি চলছি নানা যাতনা সহ্য করে 
চলতে হবে, চালাতে হবে এই ভেবে, 
আজ আমি চিৎকার করতে পারিনা 
পারিনা প্রতিবাদ করতে, 
আমার অতৃপ্ত আত্মা ঘুমরে কাঁদে 
মেয়ে হয়ে জন্ম নিয়েছি
এই কি মোর অপরাধ। 

কবে হবে এ ভ্রান্ত ধারণার সুরাহা, 
কবে জাগ্রত হবে জাতির সত্য জানার স্পৃহা, 
অপেক্ষা করিব আমি সেই শুভক্ষণের। 

 মানিকগঞ্জ২৪/ ১৪ আগস্ট/ ২০১৭।

আরো পড়ুুন