বালিয়াটী ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ জনের পদত্যাগ


সাটুরিয়া
প্রতিনিধি: সোমবার রাতে ২১ সদস্য বিশিষ্ট বালিয়াটী ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণার ২৪
ঘন্টার মধ্যেই সাধারণ সস্পাদকসহ ১১ সদস্য পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছেন। মানিকগঞ্জ
২৪ নিকট ১১ সদস্যের লিথিত পদত্যাগ পত্র পৌছেছে।
সোমবার
রাতে সাটুরিয়া উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির আহবায়ক মোঃ রেজাউল করিম ও যুগ্ন আহবায়ক
মোঃ আব্দুল খালেক স্বাক্ষরিত বালিয়াটী ইউনিয়ন যুবলীগ কমিটির ঘোষনার ২৪ ঘন্টার মধ্যেই
মঙ্গলবার রাতে এ পদত্যাগ পত্রে স্বাক্ষর করে। 
উল্লেখ্য
মোঃ জাহিদুল ইসলাম (সুজন) কে সভাপতি, মোঃ জাকির হোসেন কে সাধারণ সম্পাদক ও  মোঃ জহিুরুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য
বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

কমিটির কপি যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল খালেক এর ফেসবুক ওয়ালে সোমবার রাতে পোষ্ট করেন।
এর পর থেকেই এ কমিটি নিয়ে গুঞ্জন শুরু হয়। 

পরে
মঙ্গলবার রাত ৮ টার দিকে সদ্য কমিটির সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন স্বাক্ষরিত সাটুরিয়া
উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক/ যুগ্ন আহবায়ক কমিটি বরাবর একটি পদত্যাগ পত্রে স্বাক্ষর
করে। পদত্যাগ পত্রে উল্লেখ করা হয় বালিয়াটী ইউনিয়ন যুবলীগ কমিটি অসাংগঠনিক ভাবে ফেসবুকের
মাধ্যমে ঘোষনা করা হয়। যা যে কোন সময় অনাকাংক্ষিত পরিস্তিতির আশংকা করা হচ্ছে। তাই
তিনি পদত্যাগ পত্রে স্বাক্ষর করে।
বালিয়াটী
ইউনিয়ন যুবলীগের  কমিটির সহ- সভাপতি পদ থেকে
পুলক ঘোষ, মোঃ তারা মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক পদ থেকে সোলাইমান, মোঃ ফারুক হোসেন,
সহ সম্পাদক থেকে রফিক, সাংগঠনিক সম্পাদক পদ থেকে সুমন মিয়া খান, দপ্তর সম্পাদক পদ থেকে
মোঃ ফেরদৌস, সদস্য পদ থেকে রফিক উজ্জ জামান জুয়েল,আনোয়ার হোসেন,এম এ রহমান নিজ নিজ
পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন।

ব্যাপারে সাটুরিয়া উপজেলা যুবলীগ কমিটির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল খালেক জানান, বালিয়াটী
ইউনিয়ন যুবলীগের নেতা কর্মীরা পদত্যাগ করেছেন, মঙ্গলবার রাত সাড়ে ৯ টা পযন্ত কোন কাগজ
পত্র হাতে পাই নি। সোমবার ৫ টি ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষনা করার পর বালিয়াটী ছাড়া
কোথায় কোন অভিযোগ শুনিনি। নতুন কমিটির সদস্যরা উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ সিনিয়র
নেতা কর্মীদের মিষ্টি মুখ করেছেন।
মানিকগঞ্জ২৪/
হা.ফ/ ২৬ সেপ্টেম্বর/ ২০১৭।
আরো পড়ুুন