বন্ধ্যা নদীর নিশ্চুপ
জলেরে সূর্য ডেকে বলে —
শোনো ওগো নদী,
জীবনের পড়ন্তবেলায়
বিষন্ন থাকতে নেই।
আমার আলো বুকে তোল,
হেসে উড়িয়ে দাও দুঃখ যত,
মাড়িয়ে দাও সেইসব মুখ
যারা কালে কালে
তোমার বুকে বসিয়েছে
মৃত্যুর ফরমান
লেখা ও ছবি সাইফুদ্দিন আহম্মেদ নান্নু এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।
মানিকগঞ্জ২৪/ ০৯ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন: