ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে হরিরামপুরে ভাঙন তাণ্ডব

বালুবণিকদের তাণ্ডবে বাস্তুভিটা,ফসলী জমি হারাচ্ছে
হরিরামপুরের মানুষ

পদ্মা নদীতে বেপরোয়া
অবৈধ ড্রেজারের বালু উত্তোলনের ফলে
হরিরামপুরের বাহাদুরপুর গ্রামে শুরু হয়েছে
ভাঙনের তাণ্ডব।

গ্রামবাসী চরম আতঙ্কের মাঝে
দিন কাটাচ্ছেন। শুধু বাহাদুরপুরই নয়,উপজেলা সসদরসহ হরিরামপুরে
পদ্মা তীরবর্তী এলাকাগুলোও এখন ঝুঁকির মুখে

বাহাদুরপুর গ্রাম থেকে আজ
এই ছবিগুলো তুলেছেন আবিদ হোসেন আবেদ

ছবি ও লেখা সাইফুদ্দিন আহম্মেদ নান্নু এর ফেসবুক থেকে নেওয়া।
মানিকগঞ্জ২৪/ ১২ নভেম্বর/ ২০১৭।

আরও লেখা পড়ুন:

না ঠেকাইলে মানুষ হইতো ১০ হাজার

আরো পড়ুুন