মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে স্বামী স্ত্রী দগ্ধ


মানিকগঞ্জ২৪ প্রতিনিধি:
 মানিকগঞ্জ
পৌরৈসভার গঙ্গাধর পট্টি এলাকায় গ্যাস
সিলিন্ডার বিস্ফোরনে স্বামী স্ত্রী দগ্ধ
হয়েছে
বুধবার ভোর টার
দিকে ওই স্বামী স্ত্রী
গুরুতর আহতাবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে আসে পরে
তাদেরকে উন্নত চিকিৎসার জন্য
ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়
মানিকগঞ্জ
সদর হাসপাতালের  আবাসিক মেডিকেল অফিসার ডাঃ লুৎফর রহমান  বিষয়টি
নিশ্চিত করে জানান, ভোর
টার দিকে হামিদুর
রহমান (৪৫) এবং সাবিনা
ইয়াসমিন (৪০) নামের দুই
ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে সদর হাসপাতালে
আসে সম্পর্কে
তারা স্বামী স্ত্রী বলে
জানান গ্যাস
সিলিন্ডার বিস্ফোরনে ওই অগ্নিকান্ডের ঘটনা
বলেও নিশ্চিত করেন তারা
এদের
মধ্যে হামিদুর রহমানের শরীরের ৪০ ভাগ
এবং সাবিনা ইয়াসমিনের শরীরের
৭০ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে
বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে
বলেও জানান তিনি
মানিকগঞ্জ২৪/
হা.ফ/  ১৫ নভেম্বর/ ২০১৭।
আরও
পড়ুন:

ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে হরিরামপুরে ভাঙন তাণ্ডব

আরো পড়ুুন