এ সপ্তাহেই খুন করা হয়েছিল মানিকগঞ্জের শতবর্ষী এই রেন্ট্রি কড়ই গাছটিকে

ঠিক এক বছর আগে এ সপ্তাহেই খুন করা হয়েছিল মানিকগঞ্জ জজকোর্ট চত্তরের
শতবর্ষী এই রেন্ট্রি কড়ই গাছটিকে। কোন প্রয়োজন ছিল না কাটার, ছিল ভবন থেকে
অনেক দূরে।

শোভা, নতুন ভবনের শোভা দেখানোর অজুহাতে এই খুন।

বহু বছরের অযুত স্মৃতি আর তার শ্যামল ছায়া আজও টানে।

ছবি ও লেখা সাইফুদ্দিন আহমেম্দ নান্নু এর  ফেসবুক ওয়াল থেকে নেওয়া।

মানিকগঞ্জ২৪/ ২১ সেপ্টেম্বর/ ২০১৭।

আরো পড়ুুন