জনসভা কিংবা পথসভার ছবি নয়, ছবির মানুষেরা দেশের উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে কাজের সন্ধানে এসেছেন।
প্রতিদিন ভোরে,আর বিকেলে মানিকগঞ্জ
বাসস্ট্যাণ্ডে শ্রম বিক্রয়ের আশায় এমন মানুষেরা ভীর করে বসে থাকেন। ভাগ্য প্রসন্ন হলে তাদের ডাক পড়ে। ডাক না পড়লে অসহায়ত্ব
আরও বাড়ে।
দীর্ঘ দিনের চেনা এই ভীর মাঝে
কমে এলেও ইদানিং তা ক্রমশ বাড়ছে।
গত দুতিন বছর এমন উপচে পড়া ভীর কখনোই দেখা যায়নি । জানিনা অর্থনীতির কোন হিসাবে এটি মিলবে।
[ ছবি আজ (১৯ ফেব্রুয়ারী) বিকেলের
]
ছবি ও লেখা
সাইফুদ্দিন আহম্মেদ নান্নু এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।
মানিকগঞ্জ২৪/ ১৯
ফেব্রুয়ারী/ ২০১৮।
আরও দেখুন।