মানিকগঞ্জে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

 মানিকগঞ্জ ২৪ প্রতিনিধিঃ মানিকগঞ্জের  সেওতা এলাকায় দরিদ্র ও মেধাবী  শক্ষার্থীদের বিনা মুল্যে বই ও শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে।

 শনিবার দুপুরে পৌরসভা ১নং ওয়ার্ড কাউন্সিলরের নিজ বাসভবন প্রাঙ্গনে সেওতা এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের উদ্যোগে ও কাউন্সিলরের সার্বিক সহযোগীতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিনা মুল্যে বই ও শিক্ষা উপকরন বিতরণ করা হয়।

মানকগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক সহকারী অধ্যক্ষ প্রফেসর মোঃ ওমর কাজীর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম।

বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিকা কাজী লুৎফর নাহার শিউলী, বসুন্ধরা সিটি ডেভোলপমেন্ট লিমিটেডের ম্যানেজার মোঃ শাহিনুর রহমান শাহিন।

অনুষ্ঠানের শুরুতেই সমাজের ভাল কাজের জন্য ৬ জন গুনিজনকে সন্মাননা প্রদান ও ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

মানিকগঞ্জ২৪/ ১৭ ফেব্রুয়ারী/ ২০১৮।

আরো পড়ুুন