মানিকগঞ্জে ১৫ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু

মানিকগঞ্জ২৪ প্রতিনিধি:  মানিকগঞ্জে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। বুধবার বিকেলে পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে ও ফিতা কেটে ২৭ তম এই বিজয় মেলার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি।

মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২০১৭ এর উদযাপন কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কামান্ডার তোবারক হোসেন লুডু,  বিজয় মেলার সদস্য সচিব ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারন সম্পাদক আব্দুছ ছালাম, যুগ্ন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হাসান টিপু, অতিরিক্ত  পুলিশ সুপার জাকির হাসানসহ  বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা।

১৫ দিন ব্যাপী এই বিজয় মেলায় দুই শতাধিক স্টল অংশ নিয়েছে। মেলার বিজয় মঞ্চে প্রতিদিন অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধের ওপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৯৯১ সাল থেকে প্রতিবছর ১৩ ডিসেম্বর মানিকগঞ্জ পাক হানাদার মুক্ত দিবসকে স্মরণ করে এই বিজয় মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ ডিসেম্বর/ ২০১৭।
আরও পড়ুন:

বিজয় দিবসের ৩ দিন আগেও মানিকগঞ্জ অদম্য ৭১ ব্যানার ফেষ্টুনে ঢাকা

আরো পড়ুুন