।
মানিকগঞ্জে বেলায়েত হোসেন খান ডিএফএ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি এসব কথা বলেন।
এ টুর্ণামেন্টের ফাইনালে খেলায় গ্রীণ বয়েজ সোসাইটি ১-০ গোলে মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বুধবার বিকেলে মানিকগঞ্জ শহিদ মিরাজ তপন ষ্টেডিয়ামে অনুষ্ঠিত মানিকগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এই ফুটবল খেলা শেষে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভকেট গোলাম মহিউদ্দীন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো,সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, সাবেক পৌর মেয়র মোঃ রমজান আলীসহ আরও অনেকে। টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশ নেয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ ডিসেম্বর/ ২০১৭।
আরও পড়ুন: