হাসান ফয়জী, ৭ জানুয়ারী: ৩০ বছর পর মানিকগঞ্জ – ৩ আসনের বর্তমান সংসদ সদস্য জাহিদ মালেক স্বপন বাবার আসনে পূর্নাঙ্গমন্ত্রী হিসেবে সোমবার দুপুরে শফথ নিলেন। তার পিতা মরহুম কর্নেল (অবঃ) আব্দুল মালেক ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। পরে ১৯৮৬ সালের ৭ই মে ৩য় নির্বাচন এবং ১৯৮৮ সালের ৩রা মার্চে চতুর্থ নির্বাচনে জাতীয় পার্টি থেকে কর্ণেল অবঃ এ মালেক সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৯ সালের শেষ দিকে তিনি জাতীয় পার্টির হুসাইন মোহাম্মদ এরশাদের মন্ত্রী পরিষদের বস্ত্রমন্ত্রী নিযুক্ত হন। সেই হিসেবে মানিকগঞ্জ- ৩ আসনে ৩০ বছর পর পূর্নাঙ্গমন্ত্রী পেলেন।
মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জাহিদ মালেক স্বপন একাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে টানা ৪ বার নির্বাচন করেন। এ নির্বাচনে তিনি ২,২০,৫৯৫ (দুই লক্ষ বিশ হাজার পাচশত পচানব্বই) ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ২০০৮ নির্বাচনে বিএনপির প্রার্থী হারুণর রশিদ খান মন্নু কে হারিয়ে ১ম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
জাহিদ মালেক স্বপন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় খবর রবিবার বিকালে ছড়িয় পড়লে তার নির্বাচনী এলাকাসহ পুরো মানিকগঞ্জে খুশির জোয়ার বইছে। সন্ধার পর থেকেই সোমবার দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় আনন্ধ মিছিল বের করা হয়। বিভিন্ন ইউনিয়নে তার নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। বিশেষ করে মানিকগঞ্জ বাসীর ফেসবুক ব্যাবহার কারীদের ওয়ালে চলছে জাহিদ মালেক বন্ধনা। সমাজের প্রত্যেক শ্রেণীর লোকই তাদের ওয়ালে জাহিদ মালেক স্বপন স্বাস্থ্য মন্ত্রী হওয়ায় অভিন্ধন জানাচেছন। এছাড়া পাড়া মহল্লায় সব স্থানে এখানে মন্ত্রী কে নিয়ে আলোচনা হচ্ছে।
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রামের এক সম্রাান্ত মুসলিম পরিবারে ১৯৫৯ সালের ১১ এপ্রিল জন্মগ্রহণ করেন জাহিদ মালেক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে সম্মানসহ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার মায়ের নাম ফৌজিয়া মালেক। তিন সন্তানের জনক জাহিদ মালেক এর সহধর্মীনির নাম মিসেস শাবানা মালেক।
মানিকগঞ্জ-৩ আসনের দলীয় নেতা কর্মীরা বলেন, জাহিদ মালেক স্বপন বিগত ১০ বছরে এমপি ও প্রতিমন্ত্রী থাকাকালীন তার নির্বাচনী এলাকায় ব্যাপক দৃশ্যমান উন্নয়ন করেছেন। তারাই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী জাহিদ মালেক স্বপনের উপর আস্থা রেখে তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্নাঙ্গ মন্ত্রীর দায়িত্ব তুলে দিচ্ছেন।
সোমবার বিকালে বঙ্গভবনে অন্যান্য মন্ত্রীদের সাথে জাহিদ মালেক স্বপন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে শফথ গ্রহণ করেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৭ জানুয়ারী ২০১৯।