মানিকগঞ্জে বই উৎসবে ৩০ লক্ষ নতুন বই বিতরণ

মানিকগঞ্জ  প্রতিনিধি, ১ জানুয়ারী ॥ মানিকগঞ্জে বই উৎসবে ২০১৯ শিক্ষা বর্ষে প্রায় ৪ লক্ষ শিক্ষার্থীদের হাতে ৩০ লক্ষ ২১ হাজার ৩ শত ৮১ টি নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বছরের ১ম দিনেই সকাল থেকেই জেলার ৭ টি উপজেলার ৬৫টি ইউনিয়ন ও  ২টি পৌরসভার মাদ্যমিক, প্রাথমিক, এবতেদায়ী মাদ্রাসা ও কিন্ডার গার্ডেন কেজি স্কুলে ৩ লক্ষ ৯৮ হাজার ৬ শত ১৮ জন শিক্ষার্থীদের হাতে একযোগে এই নতুন বই বিনা মূলে তুলে দেওয়া শুরু করেন কর্তপক্ষ।

মানিকগঞ্জ জেলা প্রশাষক এস,এম ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী বই উৎসবে জেলা মাধ্যমিক, প্রাথমিক ও  ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিটি উপজেলায় একযোগে বই উৎসবে শিক্ষার্থীদেও মাঝে বই বিতরণ করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন মানিকগঞ্জ সদরে মঙ্গলবার সকালে বই উৎসবে বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন। তাছাড়া উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানগণ তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় বই উৎসবে ছাত্র- ছাত্রীদের মাঝে বই তুলে দিবেন।

মানিকগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা  অফিসার মো. ফরিদুল ইসলাম বলেন, জেলার ৭টি উপজেলার ১৫৯টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ২৮টি আলিয়া মাদ্রাসা সহ মোট ১৮৭ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণী পর্যন্ত ১ লক্ষ ৪৭ হাজার  ৩ শত ৫৪ জন শিক্ষার্থী রয়েছে। ১৮৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ ৪১ হাজার ১ শত ৮৬ টি নতুন বই বিতরন করা হয়েছে।

মানিকগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)  রওশন আলী বলেন, মানিকগঞ্জে ৭টি উপজেলায় ৬৪৯ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে।  কিন্ডার গার্ডেন কেজি স্কুলসজ মোট ২ লক্ষ ২৪ হাজার ৪ শত ১৪ জন শিক্ষার্থীদের মাঝে ৯ লক্ষ ২৫ হাজার ৮ শত ৯৫ টি নতুন বই বিতরণ করা হয়েছে।

অপরদিকে মানিকগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের উপ- পরিচালক ড. মো. আব্দুল হক বলেন, জেলার ৭টি উপজেলার ৬৫ টি ইউনিয়নে মসজিদ ভিত্তিক গণ শিক্ষা কার্যক্রমের আওতায় ২০১৯ শিক্ষা বর্ষের মোট কেন্দ্র রয়েছে ৮৩৭ টি। এর মধ্যে প্রাক প্রাথমিক ৪০৫ ও সহজ কোরআন শিক্ষা রয়েছে ৪২০টি এবং বয়স্ক শিক্ষা কেন্দ্র রয়েছে ১২টি। প্রাক- প্রাথমিক ৩০, সহজ কোরআন শিক্ষার ৩৫ ও বয়স্ক শিক্ষা কেন্দ্রের ২৫ জন করে মোট ২৭ হাজার ১শত ৫০ জন শিক্ষার্থীদের মাঝে ৫৪ হাজার ৩শত নতুন বই বিতরণ করা হয়েছে।

মানিকগঞ্জ জেলা প্রশাষক এস,এম ফেরদৌস বলেন বছরের ১ম দিন নতুন বই বিতরণ উপলক্ষে সকল বই স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই মঙ্গলবার সকাল থেকে একযোগে শুরু হয়। এসময় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবে নতুন বইয়ের ঘন্ধে বই মেলায় পরিণত হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১ জানুয়ারী  ২০১৯।

আরো পড়ুুন