ঘিওরের বাইলজুরী গ্রাম লক ডাউন

ঘিওর প্রতিনিধি, ২৫ মার্চ:


জ্বর-কাশিতে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুর পর মানিকগঞ্জে আলমগীর হোসেন (৪৮) নামের ব্যাক্তিকে দাফন করার পর বাইলজুরী গ্রামকে লক ডাউন ঘোষনা করেছে ঘিওর উপজেলা প্রশাসন। একই সাথে ৬ টি বাড়ির ২৬ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

বিষয়টি ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার নিশ্চিত করেছেন।

নিহতের ভাই আব্দুল মালেক বলেন, ঢাকার মেট্টোপলিটন মেডিকেল সেন্টারে ক্যাশিয়ার পদে চাকরি করতেন  আলমগীর হোসেন (৪৮)। সপ্তাহখানেক আগে তিনি জ্বর কাশিতে আক্রান্ত হলে হাসপাতাল থেকে তাকে ছুটি দিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়। এরপর থেকে তিনি ঢাকার বাসাতেই ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। বুধবার ভোর ৪ টার দিকে গোপনীয়তার মধ্যে  মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাইলজুরি গ্রামে জানাযা শেষে তাকে দাফন করা হয়।

খবর পেয়ে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার বুধবার দুপুরে করোনা সর্তকতায় বাইলজুরি গ্রাম লকডাউন ঘোষনা করেন। একই সাথে মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের ৬ টি বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, গ্রামটি লকডাউন ঘোষণার পর পুরো এলাকায় ইতিমধ্যে মাইকিং করা হয়েছে। সেই সঙ্গে ৬টি বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার স্টিকার লাগিয়ে দেয়া হয়েছে। গ্রামে মোতায়েন করা হয়েছে পুলিশ।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার বলেন, মৃত ব্যাক্তি সর্দি জ্বরে আক্তান্ত হওয়ার পর কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মারা গিয়েছেন। কী রোগে মারা গেছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের সদস্যরা  গোপণীয়তার মধ্যে লাশ গ্রামের বাড়িতে এনে দাফন করেছেন। আমাদের বিষয়টি গোপন রেখেছেন পরিবারটি। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে  ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানতে পারি। তার মৃত্যুর উপসর্গ করোনাভাইরাসের উপসর্গের সঙ্গে মিল রয়েছে বিধায় ওই পরিবারসহ আশপাশের ৬টি পরিবারকে হোম কোয়ারেন্টাইন এবং পুরো বাইলজুরি গ্রামকে লকডাউন ঘোষণা করেছি।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ মার্চ ২০২০।

আরো পড়ুুন