মানিকগঞ্জে সম্প্রতি দেশে আসা প্রবাসীদের বাড়িতে লাল নিশান ও হোমকোয়ারেন্টাইনে থাকার সময় উল্লেখ করা স্টিকার লাগানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বেশ কয়েকজন প্রবাসীদের বাড়িতে এই কার্যক্রম চালানো হয় সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে।
এসময় সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আফসার উদ্দিন সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিকুজ্জামান, পরিদর্শক (তদন্ত) হানিফ সরকার, সদর থানার সেকেন্ড অফিসার এসআই হারেস শিকদার, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রধান পৃষ্ঠপোষক লুৎফর রহমান যোবায়ের, কমিউিনিটি পুলিশিং ফোরামের সাংগঠনিক সম্পাদক চুন্নু মিয়া, কোষাধ্যকষ মিজান মিয়া, দপ্তর সম্পাদক মন্টু মিয়া, সহ-দপ্তর সম্পাদক সানোয়ার হোসেন, ইউপি সদস্য তারিফ হোসেন, ছলিম মাহমুদ, বাবুল হোসেন, আব্দুল বারেক, মতিয়ার রহমান, দেলোয়ার হোসেন, জাতীয় শ্রমিকলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গোলাম মো. খান শামীম, সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রবাসীদের বাড়িতে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ করা হয়। সদর থানার প্রায় ৪ শতাধিক প্রবাসীর বাড়িতে এই কার্যক্রম চালানো হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ মার্চ ২০২০।