মানিকগঞ্জ প্রতিনিধি, ১০ জুলাই ২০১৯:
মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া এলাকার আফতাব উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পিতা- মাতার জন্য ১ হাজার কাপর বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ জুলাই) বিকালে বিদ্যালয়ের মাঠে কাপর বিতরণ করেন মাগুরা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীনের সহধর্মীনি ও ভাইস চেয়ারম্যান দিলারা মোস্তফা।
এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার মন্ডল, স্থানীয় অ্যাডভোকেট বজলুর রহমান, দিলারা মোস্তফার ছোট ভাই মো. মাসুদ করিম, ওবাইদুর রহমান রাসেল প্রমুখ।
বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মা- বাবার জন্য কাপর, এলাকার অসহায় মানুষদের চিকিৎসার জন্য টাকা ও সেলাই মেশিন কেনার জন্য নগদ টাকা বিতরণ করা হয়। এছাড়া ৩ শতাধিক পুরুষ ৪ শতাধিক দুস্থ্য মহিলাদের মাসিক বয়স্ক ভাতার টাকাও প্রধান করা হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১০ জুলাই ২০১৯।