দৌলতপুরে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

দৌলতপুর প্রতিনিধি, ১০ জুলাই: মানিকগঞ্জে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শরিফুল ইসলাম সেন্টু (৩৬) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠালে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।

শরিফুল ইসলাম সেন্টু দৌলতপুর প্রমোদা সুন্দরী মডেল উচ্চ বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক। শরিফুল  মৃত মাঈনুদ্দিন খোশনবিশের ছেলে।

শিক্ষার্থীর পিতা বলেন,আমি সিএনজি চালিয়ে সংসার চালাই। আমার মেয়ে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে। আমার মেয়েকে একাধিকবার শিক্ষক সেন্টু নানাভাবে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি আমাকে জানালেও লোক-লজ্জার ভয়ে এ বিষয়ে কাউকে জানাইনি।  কিন্তু মঙ্গলবার দুপুরে স্কুল প্রাঙ্গনে সহপাঠিদের সাথে ফুটবল খেলার সময় শ্বাসকষ্টে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আমা কন্যা। পরে তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কর্মকার বলেন, হাসপাতালে ওই ছাত্রীর সঙ্গে তার কথা হয়েছে। সে শিক্ষকের যৌন নিপিড়নের বর্নণা দেয়ার সময় অনেক কাঁদছিলো। এঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে মঙ্গলবার রাতেই সেন্টুকে  গ্রেপ্তার করা হয়েছে।  ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। 

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১০ জুলাই ২০১৯।
আরও পড়ুুন:

মানিকগঞ্জে দুস্থ্যদের মাঝে কাপর বিতরণ

আরো পড়ুুন