ঘিওর প্রতিনিধি: জেলার ঘিওর উপজেলার সিংজুররিতে হ্যালো বাইকে ওড়না পেঁচিয়ে খাদেজা খানম এ্যানি (২২) গৃহবধরু মৃত্যুর হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
এ্যানি ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী।
খাদেজা খানম এ্যানি তার স্বামী, দুই বছরের পুত্র সন্তান ও তার বাবার পরিবারের সদস্যদের নিয়ে পাশের গ্রাম কাশেমপুর গ্রাম থেকে ফেরার পখে তাঁর গলার ওড়না হ্যালো বাইকের ইঞ্জিন সেফের মধ্যে জড়িয়ে যায়।
পওে তাকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১২ ফেব্রুয়ারী. ২০১৮।
আরও পড়ুন: