সাংবাদিক কোন দলের না

দু:খের বিষয় চন্দনাইশ
ছাত্রলীগের কিছু সদস্য আমার
একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে আমাকে নিয়ে
রাজনীতি করছে জেনে
নাকি না জেনে করছেন
বুঝিনা। আপনারা বিশেষ করে
এফবি আইডি saha Raihan mostafa chy এবং mohammad mamun দুই ছোট ভাই।আপনারা
কোন দলের, আবছার ভাই,নজরুল ভাই,আবু
ভাই নাকি জাহাঙ্গির ভাই
জানিনা। তবে জানি আপনারা
হইতো কোন এক ভাইয়ের
রাজনীতি করেন!!

আর আমি করি সব
ভাইয়ের রাজনীতি। কি আবছার উদ্দীন
চৌধুরী , কি নজরুল ইসলাম
চৌধুরী, কি অলি আহমদ,
কি মিজানুর রহমান কিংবা হোসেন জিল্লুর
রহমান।
আপনারা
তাহাদের
কর্মী
হয়ে
কাজ
করেন।
আমি
তাদের
পাশে
বসে
আমার
কাজ
করি।
আপনাদের
ওঠাবসা
একটা
এমপির
সাথে।
আর
আমার
ওঠাবসা
৫০
জন
মন্ত্রী
আর
২৫০
জন
এমপির
সাথে।
সেই
যোগ্যতা
আমার
পেশা
আমাকে
দিয়েছে।
কারণ
আমি
সাংবাদিক

টেলিভিশনে
কাজ
করি।মানুষের
মুখ
দেখলে
বুঝতে
পারি।
সাংবাদিক
কোন
দলের
হতে
পারে
না।

কোন
সাংবাদিক
সম্পর্কে
খারাপ
ধারনা
থাকলে
তাদের
সাথে
আমাকে
মিলাবেন
না
দয়া
করে
!
আমার
কাছে
অলি
আহমদ
যেমন
নজরুল
ইসলামও
তেমন।শেখ
হাসিনা
বেগম
খালেদা
জিয়া
এক।
সব
চেয়ে
বড়
কথা
হলো
আমরা
মানুষের
কথা
বলি।
আপনারা
রাজনীতি
করেন
চন্দনাইশ
নিয়ে।
আর
আমি
ভাবি
আর
করি
পুরো
চট্টগ্রাম
নিয়ে।
সারা
দেশ
নিয়ে।

ছোট
ছোট
আদরের
ভাইয়েরা

কিছু
মনে
করবেন
না।
আপনারা
চন্দনাইশে
বসে
যে
রাজনীতি
করছেন
সেই
রাজনীতি
বহু
আগে
চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ে
করে
আসছি
আমি।
সেফবুক
কাঁপানোর
চেষ্টা
করবেন
না!!
ফেসবুক,
সামাজিক
যোগাযোগ
মাধ্যম
মিডিয়া
সব
আমরাই
কাঁপাই।
মামুন
আর
রায়হান
আপনারা
কি
করেন
সব
জানি।কার
রাজনীতি
করেন
তাও
জানা
আছে।
দয়া
করে
উল্টাপাল্টা
লিখবেন
না।
যাদের
খুশি
করার
জন্য
ফেসবুকে
উপ্টাপাল্টা
লিখছেন
তারা
জানতে
পারলে
আপনাদের
লজ্জা
দিবে।
দয়া
করে
আমার
স্ট্যাটাস
ভালো
করে
পড়বেন!
না
বুঝলে
বিজ্ঞ
কারো
কাছ
থেকে
বুঝে
তার
পর
কিছু
লিখবেন

আমি কিন্তু ফেসবুকে যে
স্ট্যাটাস দিয়েছি। সেখানে বিএনপি আর
আওয়ামী লীগের বাস্তব অবস্থার
কথা বলেছি। যেটা সত্যি,
যেটা মানুষ ভাবে সেই
ভাবনাকে শেয়ার করার চেষ্টা
করেছি। আর আপনারা সেটাকে
একপেশে করে ইনিয়েবিনিয়ে ফেসবুকে
দিয়েছেন। কারন একপেশে রাজনীতি
আপনাদের অপর দলকে সম্মান
করার শিক্ষা দেয়নি। মনে
রাখবেন নিজ ধর্ম পালন
করতে হয় অপরের ধর্ম
জানতে হয়। বিরোধী দলকে
জানুন, তাহলে ভালো রাজনীতিবিদ
হতে পারবেন। নেতাকে দেখানোর জন্য
রাস্তা কাঁপাবেন না।।দেশের মানুষের জন্য কাঁপান।

সাংবাদিক Shafiq Minus এর
ফেসবুক ওয়াল থেকে নেওয়া।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১১
ফেব্রুয়ারী/ ২০১৮।

আরও পড়ুন:

প্রেজেন্টার বলেছেন “আচ্ছা আপনি কি জানাবেন ?


আরো পড়ুুন