মানিকগঞ্জ প্রতিনিধি, ২৩ এপ্রিল: মানিকগঞ্জে বিএনপি’র প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে খন্দকার আকবর হোসেন বাবলু ও তার সমর্থকদের নিজ বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশ বিরুদ্বে। তবে পুলিশ দাবী করছেন জনস্বার্থে তাকে অনুষ্ঠান করতে বারন করা হয়েছে।
খোন্দকার আকবর হোসেন বাবলু অভিযোগ করে বলেন, সোমবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ধুলন্ডী গ্রামে তার নবনির্মিত বাড়িতে মানিকগঞ্জের স্থানীয় সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা করা হয়। সকল প্রস্তুতি চলছে বেশ জুড়ে শুরে। কিন্তু পুলিশ তার এই আয়োজন পন্ড করে দেয়। সেই সাথে তার স্ত্রী, শিশুপুত্রসহ কাজের মেয়েকে ও কয়েকজন সমর্থকদের বাড়ি থেকে বের করে দিয়েছে।
পুলিশের এই আচরণকে তিনি মানবাধিকার লঙ্গন বলে মনে করে তিনি আরো বলেন, আমন্ত্রিত সাংবাদিক ও বাড়ির লোকজনদের জন্য দুপুরের খাবারের সমস্ত আয়োজন শেষ হওয়ার পর খাবারের সময় তার স্ত্রী, শিশু সন্তান ও কাজের মেয়েকে নিয়ে বাড়ি ছাড়তে বাধ্য হলেন।
জেলা বিএনপি’র কৃষিবিষয়ক সম্পাদক ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, এটি কোনো রাজনৈতিক সভা, সমাবেশ ছিল না। সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে পুলিশের বাঁধা, এটি চরম অন্যায়। এটি মানবাধিকার লঙ্গন।
তিনি আরও বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ডিএসবি থেকে ফোনে তার কাছে জানতে চায় তার বাসায় কী অনুষ্ঠান। তিনি বলেন, তার বাসায় কোনো অনুষ্ঠান নেই। তিনি ব্যক্তিগতভাবে তার বাড়িতে সাংবাদিকদের দাওয়াত করেছেন। এর পর একে একে মানিকগঞ্জ থেকে ডিবি পুলিশ, ঘিওর থেকে থানা পুলিশ তার বাড়িতে যায় এবং সোমবার দুপুর ১২টার দিকে তারা তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। একপর্যায়ে তাকে ডিবি পুলিশের মাইক্রোবাসে বসিয়ে রাখা হয়। কিছুক্ষণ আটক রাখার পর তাকে ছেড়ে দেয় এবং মানিকগঞ্জ থেকে চলে যেতে বাধ্য করে।
এ ব্যাপারে মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী বলেন, বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে খন্দকার আকবর হোসেন বাবলু প্রেসক্লাবের সদস্যদের দাওয়াত করেছিলেন। কিন্তু সকাল ১১টার দিকে মহাসচিবের পুত্র অনিবার্য কারণে দুপুরের খাবার অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে জানিয়ে দেন। পরে আমরা ঐ সাক্ষাতে আর যাই নি।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ জানান, গোয়েন্দা সূত্রে তারা জানতে পেরেছেন খন্দকার আকবর হোসেন বাবলু তার বাড়িতে সভা করবেন এবং ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করবেন। জনস্বার্থে পুলিশ কর্তৃপক্ষ তাকে অনুষ্ঠান করতে নিষেধ করেছেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ এপ্রিল ২০১৮।
আরও পড়ুন: