মানিকগঞ্জ২৪ প্রতিনিধি:
মানিকগঞ্জে এক গরু ব্যাবসায়ী হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন ও ৫ জন আসামী কে বেকসুর
খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সকাল
১১ টার দিকে জেলা দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান গরু ব্যাবসায়ী আযহার মিয়াকে
হত্যার দায়ে আসামী সাচ্চু কে এ রায় প্রধান করেন।
১১ টার দিকে জেলা দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান গরু ব্যাবসায়ী আযহার মিয়াকে
হত্যার দায়ে আসামী সাচ্চু কে এ রায় প্রধান করেন।
দন্ডপ্রাপ্ত আসামী
শিবলয় উপজেলার কাচিতার গ্রামের মৃত সালামের পুত্র।
শিবলয় উপজেলার কাচিতার গ্রামের মৃত সালামের পুত্র।
জানা যায়, ২০১৪
সনে ৪ অক্টোবর গরু ব্যাবসায়ী আযহার মিয়া কাজ শেষে মানিকগঞ্জে নিজ বাড়িতে ফিরছিল। এসময়
সিংগাইর উপজেলার প্রশিকা মোড় এলাকা থেকে নিয়ে হত্যা করে। পরের দিন তার লাশ উদ্ধার করে
থানা পুলিশ।
সনে ৪ অক্টোবর গরু ব্যাবসায়ী আযহার মিয়া কাজ শেষে মানিকগঞ্জে নিজ বাড়িতে ফিরছিল। এসময়
সিংগাইর উপজেলার প্রশিকা মোড় এলাকা থেকে নিয়ে হত্যা করে। পরের দিন তার লাশ উদ্ধার করে
থানা পুলিশ।
ঘটনার ৪ দিন পর
৮ অক্টোবর নিহতের স্ত্রী আসমা বেগম ঘিওর থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় বাচ্চুসহ
৬ জন কে আটক করে।
৮ অক্টোবর নিহতের স্ত্রী আসমা বেগম ঘিওর থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় বাচ্চুসহ
৬ জন কে আটক করে।
পরে বৃহস্পতিবার
আদালত বাচ্চু কে যাবজ্জীবন ও বাকী আসামীদের বেকসুর খালাস দেন। রায়ের সময় ৬ আসামীই আদালতে
হাজিরি ছিলেন।
আদালত বাচ্চু কে যাবজ্জীবন ও বাকী আসামীদের বেকসুর খালাস দেন। রায়ের সময় ৬ আসামীই আদালতে
হাজিরি ছিলেন।
মানিকগঞ্জ২৪/
হা. ফ/ ২৭ জুলাই/ ২০১৭।
হা. ফ/ ২৭ জুলাই/ ২০১৭।