দেশের উন্নয়নের জন্য ভাল মানুষকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে……. শিরীন আখতার

মানিকগঞ্জ২৪ প্রতিনিধি ॥  দেশের উন্নয়নের বিষয়টি চিন্তা করে ভাল মানুষকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলার চেষ্টা করতে হবে। শহর ও গ্রামের বৈষম্য দূর করতে হবে। সাধারণ মানুষের উন্নতির চিন্তা  করতে হবে। বাংলাদেশ থেকে ধনী গরিবের বৈষম্য দূর করতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এম.পি।

সোমবার দুপুরে সাটুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা মার্কেটে শহীদ কর্ণেল আবু তাহেরর ৪১ তম স্মরন সভা উপলক্ষে উপজেলা জাসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাটুরিয়া উপজেলা জাসদ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের সভাপতিত্ব আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খান। মানিকগঞ্জ জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম খান বাবু, শিবালয় উপজেলা জাসদের সভাপতি ওবায়েদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম লিটন, জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শাহীনুর রহমান।

মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ২৪ জুলাই/ ২০১৭।

আরো পড়ুুন