মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুবার্ষিকী পালিত

এস.কে.এম. হেদায়েত উল্লাহঃ মানিকগঞ্জে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও বিশিষ্ট সাংবাদিক মিশুক মুনীরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ,আলোচনাসভা,মানববন্ধন,বৃক্ষরোপন কর্মসূচী ও শিশু-কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০ দশটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার জোকা এলাকায় দুর্ঘটনাস্থলে নির্মিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে মানিকগঞ্জ প্রেস ক্লাব,তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি সংসদ,বারসিক,সুজন,জাগো বাংলা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানুর সভাপতিত্ত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ঘাতক-দালাল নির্মূল কমিটি-র মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাড. দীপক কুমার ঘোষ,মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী,সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস,বারসিক প্রতিনিধি বিমল রায়,তারেক মাসুূদ-মিশুক মুনীর স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রিপন আনসারী,জাগো বাংলার নির্বাহী পরিচালক বিএম খোরশেদ,নাট্য পরিচালক গিনি মোরশেদ,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি আতাউর রহমান তোহা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ঢাকা-আরিচা মহাসড়ককে দুর্ঘটনাপ্রবণ হিসেবে অভিহিত করেন এবং দেশের অন্যতম ব্যস্ত এ মহাসড়ককে দুই লেন থেকে চার লেনে উন্নীত করার দাবি জানান।এছাড়া সড়কপথের উপর চাপ কমাতে ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া রোডে রেলপথেরও দাবি জানান তারা।বৃহত্তর ঢাকার অংশ হওয়া সত্ত্বেও মানিকগঞ্জে উল্লেখযোগ্য উন্নয়ন না হওয়ায় বক্তারা হতাশা ব্যক্ত করেন।
এরপর দুর্ঘটনাস্থলের কাছাকাছি জোকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশু-কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এছাড়া বানিয়াজুরী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন করার মাধ্যমে কর্মসূচী শেষ হয়।
উল্লেখ্য,২০১১ সালের ১৩ই আগস্ট “কাগজের ফুল” সিনেমার জন্য শ্যুটিং স্পট দেখে ফেরার পথে তাদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তারেক মাসুদ-মিশুক মুনীর সহ ৫ জন নিহত হন।চলতি বছরের ২২শে ফেব্রুয়ারী মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জজ আল মাহমুদ ফয়জুল কবীর দুর্ঘটনার জন্য দায়ী বাসচালক জমির হোসেনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন।তবে আসামিপক্ষ এ বিষয়ে আপিল করায় মামলাটি হাইকোর্টে বিচারাধীন আছে।
মানিকগঞ্জ২৪.কম/হে.উ./১৩ আগস্ট/২০১৭
আরো পড়ুুন